NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৭, ২০২৫ | ১৪ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার ‘বাঘা’ শরীফ Bangladesh reaffirms commitment to fully Implement the CHT Peace Accord Kashmir Violence Conflict can be Solved Diplomatically or Needs a Retaliation Plan Against Pakistan ব্রেন স্ট্রোক পরবর্তী সময়ে সেরে ওঠার যুগান্তকারী ওষুধ আবিষ্কার নিউইয়র্কে প্রবাসীদের সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মত  বিনিময় নিজেকে রাজা-বাদশাহ ভাবছেন ট্রাম্প! ‘দাগি’ দেখতে কয়েদির বেশে সিনেমা হলে শতাধিক নিশো ভক্ত Attorney General James Wins Case Against Google for Monopolies in Digital Advertising নিউইয়র্কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ সংবাদ সম্মেলন নানা অভিযোগ উত্থাপন : বাংলাদেশ রেমিট্যান্স মেলা  বয়কটের আহবান নিউইয়র্কের এস্টোরিয়ায় পুলিশের গুলিতে মানসিকভাবে অসুস্থ  এক ব্যক্তির মৃত্যু
Logo
logo
ড. ইউনূসকে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আ. লীগের অবাঞ্ছিত ঘোষণা

২২ সেপ্টেম্বর জেএফকে বিমানবন্দরে, ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের প্রতিবাদ সভা


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ২৭ এপ্রিল, ২০২৫, ০১:৩০ পিএম

২২ সেপ্টেম্বর জেএফকে বিমানবন্দরে, ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের  প্রতিবাদ সভা

 


নিউইয়র্ক (ইউএনএ): শান্তিতে নোবেল পুরষ্কারজয়ী বাংলাদেশের
অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে নিউইয়র্কে
অবাঞ্ছিত ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। জাতিসংঘের সাধারণ
পরিষদের অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে আগমন উপলক্ষে তাঁর
আগমন ঘিরে ‘ড. ইউনূসকে অবৈধ সরকার প্রধান’ হিসেবে
আখ্যায়িত করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এক সংবাদ সম্মেলনে এই
ঘোষণা দেন। এছাড়াও সংবাদ সম্মেলনে ড. ইউনূসের নিউইয়র্ক
আগমনের দিন ২২ সেপ্টেম্বর রোববার বেলা ২টায় জেএফকে বিমানবন্দরে
এবং ২৭ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১টায় জাতিসংঘ সদর দপ্তরের সামনে দলের
পক্ষ থেকে প্রতিবাদ সভা আয়োজনের কর্মসূচীও ঘোষণা করা হয়। খবর
ইউএনএ’র।
সিটির জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে শুক্রবার (১৩ সেপ্টেম্বর)
সন্ধ্যায় আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের
সভাপতি ড. সিদ্দিকুর রহমান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন
সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। সংবাদ সম্মেলনে নিউইয়র্ক
ষ্টেট আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মিয়া, নিউইয়র্ক
মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান ও সাধারণ সম্পাদক
ইমদাদ চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামীগ নেতা মোহাম্মদ সোলায়মান আলী,
বাবু, একেএম তরিকুল হায়দার চৌধুরী, আব্দুল হামিদ, শাহানারা
রহমান, বদরুজ্জামান পান্না, আশরাফ, এইচ এম ইকবাল, সৈয়দ
কিবরিয়া জামান, প্রকৌশলী বাহার খন্দকার সবুজ, পান্না, খান শওকত,
যুবলীগ নেতা সেবুল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও যুক্তরাষ্ট্র
আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের
নেতৃবৃন্দ ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গত ৫ আগস্ট ‘জাতির পিতা’
বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে ও ৩০ লাখ শহীদের রক্তে রঞ্জিত অর্জিত
স্বাধীনতা অস্বীকার করে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে
হাতিয়ার হিসেবে অসাংবিধানিক ভাবে জোরপূর্বক
অন্তর্র্বতীকালীন দখলদার সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূস

দেশে নৈরাজ্য ও পৈশাচিক হত্যাকান্ড চালিয়ে যাচ্ছেন। গতকালও (১২
সেপ্টেম্বর) ৫ জনকে গ্রেফতার করে দু’জনকে নির্মমভাবে হত্যা করে।
ড. ইউনূস এযাবত পাঁচ হাজারের অধিক
পুলিশ/ছাত্র/সংখ্যালঘু/সাধারণ মানুষ ও আওয়ামী লীগের নেতা-কর্মী
হত্যা এবং আনুমানিক দশ হাজার নেতা-কর্মীকে মিথ্যা মামলায়
গ্রেপ্তার করেছে বা মামলা দায়ের করেছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, দেশের জনগণ শান্তিতে বসবাস করতে পারছে
না। অনির্বাচিত অবৈধ দখলদার সরকারের দমন নীতি ও বিশৃঙ্খলা
সৃষ্টির কারণে দেশে আইন বিচার বলে কিছুই নেই। পশ্চিমা দেশগুলোর
মত ড. মুহাম্মদ ইউনূস জনগণ বিচ্ছিন্ন সর্বোচ্চ ব্যাংক সুদের
সফল ব্যবসায়ীদের একজন। দেশ পরিচালনায় কোন ধরনের দক্ষতা তার নেই।
নিজেই বলেছেন ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছেন। তাই স্বাভাবিকভাবে
জনগণের নিকট তার কোন দায়বদ্ধতা নেই।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরো বলা হয়, দেশের প্রচলিত নিয়ম
আইন ভঙ্গ করে দেশের বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে স্কুল শিক্ষকদের ছাত্রদের
দ্বারা পদত্যাগে বাধ্য করার ফলে শিক্ষা প্রতিষ্ঠান সুমহে অচল অবস্থার
সৃষ্টি হয়েছে। প্রশাসনের অবস্থা আরও করুণ। ডিসিরা পর্যন্ত
সচিবালয়ে ব্যায়াম করা শুরু করেছে। যা স্বাধীনতার ৫৩ বছরে ঘটেনি।
সংবাদ সম্মেলনে বলা হয়, ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের সংবিধান
লঙ্ঘন করে জনগণের ম্যান্ডেট না নিয়ে অবৈধভাবে ছাত্রদের
নিয়োগপ্রাপ্ত প্রধান উপদেষ্টা হিসেবে জাতিসংঘের সাধারণ
অধিবেশনে অংশগ্রহণ করার যে কোন মানদন্ডে আইনগত বৈধতা নেই।
দেশে হাজার হাজার শহিদের রক্তের উপর পা দিয়ে অবৈধ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহণ করা সমীচীন
হবে না। আমরা এর তীব্র প্রতিবাদ ও ঘৃণা প্রকাশ করেছি। যদি অবৈধ
প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের মাটিতে আসেন তাহলে যুক্তরাষ্ট্র আওয়ামী
লীগ, অঙ্গ ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সবস্ত—রের নেতৃবৃন্দ ২২
সেপ্টেম্বর রোববার দুপুর ২টায় জেএফকে বিমানবন্দরে এবং ২৭ সেপ্টেম্বর
শুক্রবার সকাল ১১টায় জাতিসংঘের সদর দফতরের সামনে বিক্ষোভ সমাবেশ
করবে।
সংবাদ সম্মেলনে বলা হয়, অবৈধ সরকারের অগণতান্ত্রিক,
অসাংবিধানিক, গণহত্যা ও দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির বিরুদ্ধে
জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে।