NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৭, ২০২৫ | ১৪ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার ‘বাঘা’ শরীফ Bangladesh reaffirms commitment to fully Implement the CHT Peace Accord Kashmir Violence Conflict can be Solved Diplomatically or Needs a Retaliation Plan Against Pakistan ব্রেন স্ট্রোক পরবর্তী সময়ে সেরে ওঠার যুগান্তকারী ওষুধ আবিষ্কার নিউইয়র্কে প্রবাসীদের সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মত  বিনিময় নিজেকে রাজা-বাদশাহ ভাবছেন ট্রাম্প! ‘দাগি’ দেখতে কয়েদির বেশে সিনেমা হলে শতাধিক নিশো ভক্ত Attorney General James Wins Case Against Google for Monopolies in Digital Advertising নিউইয়র্কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ সংবাদ সম্মেলন নানা অভিযোগ উত্থাপন : বাংলাদেশ রেমিট্যান্স মেলা  বয়কটের আহবান নিউইয়র্কের এস্টোরিয়ায় পুলিশের গুলিতে মানসিকভাবে অসুস্থ  এক ব্যক্তির মৃত্যু
Logo
logo

জালালাবাদ এসোসিয়েশনের তিন কর্মকর্তার শপথ গ্রহণ


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ২৭ এপ্রিল, ২০২৫, ০৬:০০ এএম

জালালাবাদ এসোসিয়েশনের তিন কর্মকর্তার শপথ গ্রহণ


নিউইয়র্ক (ইউএনএ): জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র
কার্যকরী পরিষদের শূন্য তিনটি পদে মনোনীতরা শপথগ্রহণ করেছেন।
রোববার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সিটির এস্টোরিয়ার হ্যালো
বাংলাদেশ রেস্টুরেন্টে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে
শপথগ্রহণকারী তিন কর্মকর্তা হলেন- সহ সভাপতি মোহাম্মদ জাবেদ
উদ্দিন (মৌলভীবাজার), মহিলা বিষয়ক সম্পাদিকা সারা উদ্দিন ও কার্যকরী
পরিষদ সদস্য মোহাম্মদ ফজল খান। তাদেরকে শপথবাক্য পাঠ করান
এসোসিয়েশনের সভাপতি বদরুল হোসেন খান। 
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের
সাবেক সহ সভাপতি জোসেফ চৌধুরী। শপথ অনুষ্ঠানের পরে শুভেচ্ছা
বক্তব্য রাখেন লাখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম তালুকদার,
মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির সভাপতি সোহান আহমেদ
টুটুল, উপদেষ্টা সালেহ আহমেদ চৌধুরী, এস্টোরিয়া ওয়েলফেয়ার
সোসাইটির সভাপতি সোহেল আহমেদ, সহ সভাপতি কয়েছ আহমদ,
কোষাধ্যক্ষ এমদাদ রহমান তরফদার, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট
এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাহান খান, সদস্য মোহাম্মদ ফজল
খান, জালালাবাদ এসোসিয়েশনের সহ সভাপতি মোহাম্মদ জাবেদ উদ্দিন
ও মোহাম্মদ শফিউদ্দিন তালুকদার, মহিলা বিষয়ক সম্পাদক সারা উদ্দিন
প্রমুখ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটি সিনিয়র সহ-
সভাপতি দেওয়ান মহিউদ্দিন, সোসাইটির আসন্ন নির্বাচনে
সভাপতি পদপ্রার্থী ও জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সাধারণ
সম্পাদক আতাউর রহমান সেলিম, সোসাইটির বোর্ড অব ট্রাস্টির
অন্যতম সদস্য আজিমুর রহমান বোরহান, বাংলাদেশ সোসাইটির
সাবেক সহ-সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির
উপদেষ্টা সিরাজ উদ্দিন আহমদ সোহাগ, জালালাবাদ এসোসিয়েশনের
বোর্ড অব ট্রাষ্টীর অন্যতম সদস্য বদরুন নাহার খান মিতা, ছনরুন নুর,
সাবেক নির্বাচন কমিশনার মহিদুল ইসলাম, সাবেক নির্বাচন
কমিশনার ও সহ-সভাপতি সাব্বির হোসেন, সাবেক নির্বাচন
কমিশনার ও এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টা সালেহ
চৌধুরী, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরে আলম জিকু,
বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক সাংস্কৃতিক সমিতির উপদেষ্টা

কিনু চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম, এস্টোরিয়া
ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টা এমাদ আহমেদ চৌধুরী, বিশিষ্ট
রাজনীতিক আজাদ উদ্দিন, বাংলাদেশী-আমেরিকান পুলিশ
এসোসিয়েশনের কর্মকর্তা সৈয়দ এনায়েত আলী প্রমুখ।
শপথ গ্রহণ পর্ব শেষে এসোসিয়েশনের সভাপতি বদরুল হোসেন খানের
সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুকন হাকিমের সঞ্চালনায় আলোচনা
সভা অনুষ্ঠিত হয়। এতে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সংক্ষিপ্ত বক্তব্য
রাখেন এবং জালালাবাদ এসোসিয়েশনকে শক্তিশালী করার উপর গুরুত্বারোপ
করেন।
অনুষ্ঠানে নব নিযুক্ত সহ সভাপতি মো. জাবেদ উদ্দিন তার প্রতিক্রিয়ায়
বলেন, প্রাণের সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক-
এর গুরুদায়িত্ব সততা ও আন্তরিকতার সাথে পালন করতে আমার চেষ্ঠার
কোন কমতি থাকবে না। যে আস্থা ও বিশ্বাস রেখে আমাকে এ পদে
মনোনীত করা হয়েছে সেই বিশ্বাসের মর্যাদা রক্ষায় আমি সচেষ্ট
থাকবো। জালালাবাদ এসোসিয়েশনের ঐতিহ্য ও ভাবমূর্তিকে এগিয়ে
নিতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে আরো উপস্থিত ছিলেন
এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সাংগঠনিক সম্পাদক মইনুল হক
চৌধুরী, সদস্য ফয়সল আহমেদ, মোহাম্মদ হোসেন আহমদ, সামছুল
ইসলাম, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল
মাহমুদ, বাংলাদেশ সোসাইটির সদস্য চৌধুরী মুমিত তানিম,
আজীবন সদস্য মোহাম্মদ এস খান, এস আলম, আহমেদ মোস্তফা, এম
এম ইসলাম, মোহাম্মদ খান আহমেদ, মোহাম্মদ আজিজুর রহমান,
মোহাম্মদ আব্দুল খায়ের, ফয়ছল খান, কাজী তোফায়েল ইসলাম, দীপঙ্কর
দেব, মোহাম্মদ আখতারুজ্জামান বাদল, ওয়াহিদ কাজী এলিন, মফিজুল
ভূইয়া রুমি, গোলাপগঞ্জ সোসাইটির সহ সাধারণ সম্পাদক
মোস্তাফিজুর রহমান, সুরত আলী, সোহেল খান, মোহাম্মদ জহিরুল হক,
সোহেল আহমেদ, বাংলাদেশ সোসাইটির প্রচার ও জনসংযোগ
সম্পাদক রিজু মোহাম্মদ, আহমেদুর রহমান, গাহর চৌধুরী কিনু,
মইনুল চৌধুরী, জামান আহমেদ, মিয়া হোসেন, আনিসুর রহমান,
আব্দুল খালিক, ফারহানা রহমান, নওশীদুর রহমান চৌধুরী সালেহ, জিয়াউল
খান, বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক সংগঠনের উপদেষ্টা মোঃ
ফখরুদ্দিন, সৈয়দ আলী শামীম আহমেদ, মোঃ ফখরুল শিপু, মিয়া গুলজার,
আহমেদ লিয়াকত আলি, ফারদিন খান, বাবুল খান, মোহাম্মদ রুহুল খান,
তাজ আহমেদ, হুসাইন আহমেদ, ডক্টর সাফি, লিংকন খান, ইমাদ

চৌধুরী, শামীম আহমেদ, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির সহ
সভাপতি সৈয়দ আবুল কাশেম, সাধারণ সম্পাদক সৈয়দ রুহুল আলী,
সাংগঠনিক সম্পাদক শাহীন আহমদ, সাবেক সভাপতি তজমুল হোসেন,
সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মামুন, সাবেক সদস্য ও ফুটবলার
আমিনুর রহমান পাপ্পু, শাহ্ধসঢ়; মুশাহিদ, বাংলাদেশ সোসাইটির
নির্বাচনে সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী অনিক রাজ, মোহাম্মদ
ফখরুদ্দীন, মোহাম্মদ অহিদ পাটোয়ারী, সৈয়দ বেলাল হোসেন, মির্জা
আজম, আব্দুল খায়ের, সোহেল আহমেদ মোঃ আবু ফজর, কাজীরুল ইসলাম
শিপন, দিপংনকর দেব, মোস্তাফিজুর রহমান লিটন, গোলজার আহমদ,
মাহবুব চৌধুরী, মোহাম্মদ মিলন, মোহাম্মদ আবু ফজর প্রমুখ।
কার্যকরী কমিটির পরিষদের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-
সভাপতি লোকমান হোসেন লুকু (সিলেট), সহ-সভাপতি শামীম
আহমেদ (সুনামগঞ্জ), সহ-সভাপতি শফিউদ্দিন তালুকদার শফি (হবিগঞ্জ),
কোষাধক্ষ্য মোহাম্মদ আলিম, সাংগঠনিক সম্পাদক মোঃ জিল্লুর রহমান
খান, প্রচার ও দপ্তর সম্পাদক ফয়সাল আলম, সাহিত্য ও সাংস্কৃতিক
সম্পাদক হোসেন আহমেদ, ক্রিড়া সম্পাদক মান্না মুনতাসির, আইন ও
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক
জাহিদ খান, মহিলা বিষয়ক সম্পাদক সারা উদ্দিন, কার্যকরী সদস্য
মোহাম্মদ আব্দুল আজিজ (সিলেট), হুমায়ূন কবির সোহেল
(সুনামগঞ্জ) মোহাম্মদ দেলোয়ার হোসেন মানিক (হবিগঞ্জ) ও
মোহাম্মদ ফজল খান (মৌলভীবাজার) প্রমুখ।