সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৫, ০৬:০১ পিএম
নিউইয়র্ক (ইউএনএ): নিউইয়র্ক সিটির কুইন্সের হলিসের বাসিন্দা
বাংলাদেশী নজরুল ইসলাম নিখোঁজের ৭ দিন পর বাসায় ফিরেছেন। গত
১৯ আগষ্ট সোমবার কাজে গিয়ে নিখোঁজ হন তিনি। মঙ্গলবার (২৭
আগষ্ট) সকালে তিনি বাসায় ফিরেছেন।
জানা যায়, সিটির ব্রঙ্কসের ১৮১ স্ট্রীট এলাকার কিছু স্প্যানিশ যুবক
তাকে তুলে নিয়ে যায়। দূর্বৃত্তরা তার ফোন ও অর্থসহ ব্যাগ নিয়ে যায়।
পরবর্তীতে গত কয়েক দিন তাকে একটি গ্যারেজে আটকে রাখে। তার
পরিবার থানা-পুলিশের স্মরণাপন্ন হয়েও তেমন কোন সহযোগিতা
পায়নি বলে অভিযোগ উঠেছে। পরবর্তীতে বাংলা ভাষাবাসী মিডিয়ায়
খবরটি প্রকাশ ও প্রচারিত হলে কমিউনিটি অ্যাক্টিভিস্টরা তৎপর হয়ে
উঠেন।
কুইন্সের কমিউনিটি বোর্ড ১২-এর সদস্য ও স্থানীয় ১০৩ প্রিসেঙ্কট
(থানা)-এর কাউন্সিল মেম্বার নূরুল হক জানান, তিনি নজরুল ইসলাম
নিখোঁজ হওয়ার খবরটি পেয়ে সোমবার রাত ৯ঃ৪৮ মিঃ ১০৩ থানার
ইনস্পেক্টরকে ইমেইল করে বিষয়টির সুষ্ঠ তদন্ত দাবী করি। থানা থেকে রাত
১০ঃ১০ মিনিটে আমাকে ইমেইল করে আপডেট দেন। মঙ্গলবার সকালে
পুলিশ কর্মকর্তার সাথে আমার মিটিং হবার কথা ছিল। কিন্তু ঘুম
থেকে উঠেই খবর পেলাম সোমবার দিবাগত রাতে কে বা কারা নজরুল
ইসলাম-কে কুইন্স হাসপাতালে রেখে যায়। হাসপাতালে প্রাথমিক
চিকিৎসার পর মঙ্গলবার সকালে তিনি বাসায় ফিরেছেন। তিনি সুস্থ্য
আছেন এবং পরিবারের সাথেই আছেন।