সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৫, ০১:৫৯ পিএম
নিউইয়র্ক (ইউএনএ): শাহীন কামালী ও মইনুল ইসলাম নেতৃত্বাধীন
জালালাবাদ এসোসিয়শন অব আমেরিকা ইনক্ধসঢ়; এর সদস্য সংগ্রহ
সম্পন্ন হয়েছে। গত ১৪ জুলাই রোববার ছিলো সংগঠনের সদস্য ও
ভোটার নিবন্ধনের শেষ দিন। এদিন পর্যন্ত জালালাবাদ এসোসিয়শন অব
আমেরিকার সদস্য হয়েছেন সর্বমোট ২,৫৯০ জন। সংগঠনের আজীবন
সদস্য হয়েছেন ৪৯২ জন। নিউইয়র্কের এস্টোরিয়ার ৩৬ এভিনিউতে
অবস্থিত সংগঠনের নিজস্ব কার্যালয় ‘জালালাবাদ ভবন’-এ সদস্য ও
ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়। উল্লেখ্য, আগামী আগস্ট মাসে
জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৃহত্তর সিলেটবাসীদের সামাজিক সংগঠন
জালালাবাদ এসোসিয়েশন।
এসোসিয়েশনের কোষাধ্যক্ষ্য মইনুজ্জামান চৌধুরী জানান, গত
রোববার ছিলো জালালাবাদ এসোসিয়শন অব আমেরিকার নতুন সদস্য ও
ভোটার অন্তর্ভূক্তির শেষ দিন। শেষ দিন পর্যন্ত উৎসবমুখর পরিবেশে
নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে বসবাসরত বৃহত্তর সিলেটের
সব জেলার প্রবাসীরা এ সংগঠনের সদস্য হয়েছেন। এ পর্যন্ত যারা
সদস্য হয়েছেন, তারাই এসোসিয়শনের আগামী নির্বাচনে ভোট
দিতে পারবেন।
সদস্য ও ভোটার নিবন্ধন কার্যক্রমে সার্বিক তত্ত¡াবধান করেন সভাপতি
শাহীন কামালী, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, সহ-সভাপতি দরুদ
মিয়া রনেল (সিলেট), সহ-সভাপতি মনির উদ্দিন (সুনামগঞ্জ), সহ-
সভাপতি বশির খান (মৌলভীবাজার), সহ-সভাপতি শেখ জামাল হোসেন
(হবিগঞ্জ), সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কার্যকরি কমিটির
সদস্য মিজানুর রহমান চৌধুরী শেফাজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক
সহিদুল হক রাসেল, সাহিত্য সম্পাদক আব্দুল চৌধুরী উমেল,
সমাজকল্যাণ সম্পাদক জয়নাল আবেদীন লায়েক, কোষাধ্যক্ষ মইনুজ্জামান
চৌধুরী, আইন সম্পাদক দেওয়ান মোতাসসির, কার্যকরি কমিটির
সদস্য হেলিম উদ্দিন, মিজানুর রহমানসহ সংগঠনের নেতৃবৃন্দ।
সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার এম এ কাইয়ুমের নেতৃত্বে,
নির্বাচন কমিশনের সদস্যরা হলেন বীর মুক্তিযোদ্বা আজিজুর রহমান
সাবু (সিলেট), সৈয়দ শওকত আলী (মৌলভীবাজার) ও প্রফেসর আমিনুল
হক চুন্নু (সুনামগঞ্জ)। কমিশন আগামী আগস্ট মাসে জালালাবাদ
এসোসিয়েশনের নির্বাচন পরিচালনা করবেন বলে জানা গেছে।