NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৪ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার ‘বাঘা’ শরীফ Bangladesh reaffirms commitment to fully Implement the CHT Peace Accord Kashmir Violence Conflict can be Solved Diplomatically or Needs a Retaliation Plan Against Pakistan ব্রেন স্ট্রোক পরবর্তী সময়ে সেরে ওঠার যুগান্তকারী ওষুধ আবিষ্কার নিউইয়র্কে প্রবাসীদের সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মত  বিনিময় নিজেকে রাজা-বাদশাহ ভাবছেন ট্রাম্প! ‘দাগি’ দেখতে কয়েদির বেশে সিনেমা হলে শতাধিক নিশো ভক্ত Attorney General James Wins Case Against Google for Monopolies in Digital Advertising নিউইয়র্কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ সংবাদ সম্মেলন নানা অভিযোগ উত্থাপন : বাংলাদেশ রেমিট্যান্স মেলা  বয়কটের আহবান নিউইয়র্কের এস্টোরিয়ায় পুলিশের গুলিতে মানসিকভাবে অসুস্থ  এক ব্যক্তির মৃত্যু
Logo
logo

নিউইয়র্কে সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটির বনভোজন


খবর   প্রকাশিত:  ২৭ এপ্রিল, ২০২৫, ০১:৩৫ পিএম

নিউইয়র্কে সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটির বনভোজন

নিউইয়র্কে উৎসব আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটির বনভোজন ২০২৪। গত ২১ জুলাই রোববার ব্রঙ্কসের ফেরী পয়েন্ট পার্কে বাংলাদেশী সিনিয়র সিটিজেনদের এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। এদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ আয়োজনে সিনিয়র বাংলাদেশী আমেরিকানরা ছাড়াও কমিউনিটি ব্যক্তিত্ব, কবি, গায়ক-গায়িকা, সামাজিকও ধর্মীয় নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী রবি-উজ-জামান ও সহ-সভাপতি লিয়াকত আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাজী আব্দুল ছালাম, পবিত্র গীতা পাঠ করেন সুধাংশু কুমার মন্ডল। অনুষ্ঠানটি প্রয়াত হুমায়ুন কবির, প্রয়াত জিবন বিশ্বাস ও প্রয়াত এমডি কাইয়ুম এর স্মরণে উৎসর্গ করা হয়।   স্বাগত বক্তব্য রাখেন পিকনিক কমিটির আহ্ববায়ক কামাল উদ্দিন। কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, পিকনিক কমিটির প্রধান সমম্বয়কারী হাসান আলী ও সমম্বয়কারী খলিলুর রহমান। অনুষ্ঠানে একে একে সকলকে পরিচয় করিয়ে দেন সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটির সাধারণ সম্পাদক কাজী রবি-উজ-জামান। পিকনিক ২০২৪ এর উদ্বোধন করেন প্রধান অতিথি দ্য ফেডারেল সেভিংস ব্যাঙ্ক এর মর্টগেজ ব্যাংকার মোঃ নাঈম টুটুল। তিনি বলেন, নিউইয়র্কে বাংলাদেশী সিসিয়রদের নিয়ে এমন সুন্দর আয়োজনে আসতে পেরে আমি গর্ব অনুভব করছি। ৬৫ উর্ধ সিনিয়রা যাতে একটি বাড়ির গর্বিত মালিক হতে পারেন সে বিষয় অবশ্যই ব্যাংকিং পরামর্শ দিয়ে সহায়তা করব। পিকনিক ২০২৪ এর গ্র্যান্ড স্পন্সর কিম এন্ড এ্যাসোসিয়েটস এক্সিডেন্ট ল ফার্ম এর ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল খালেক আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে বলেন, পিতার বয়সী বয়ঃজেষ্ঠ্যদের মাঝে এসে আমার পিতা-মাতার কথা বিশেষভাবে মনে পড়ছে। গেস্ট অব অনার সারা কেয়ার ইউএসএ সিডিপ্যাপ এন্ড হোম কেয়ার সার্ভিস এর এ্যাডভোকেট রেদওয়ানা রাজ্জাক সেতু বলেন, বয়ঃজেষ্ঠ্যদের এ সংগঠনের সাথে আছি, সব সময় থাকতে চাই। বিশেষ অতিথি ছিলেন মার্কস হোম কেয়ার এর ম্যানেজার আলমাস আলী, সারা কেয়ার ইউ.এস.এ সিডিপ্যাপ এন্ড হোম কেয়ার সার্ভিস এর ভাইস প্রেসিডেন্ট জি. সি. প্যাটেল। তারা এ সুন্দর অনুষ্ঠানের প্রশংসা করে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়। খেলোয়াড়সহ উপস্থিত অংশগ্রহনকারীদের মাঝে সংগঠনের লোগোসমৃদ্ধ সৌজন্য উপহার টি-শার্ট, কফি মগ বিতরণ করা হয়। খেলোয়াড়দের প্রথম পুরস্কার আইপ্যাড, দ্বিতীয় পুরস্কার মিক্সার মেশিন, তৃতীয় পুরস্কার সিরামিকের সমগ্রী প্রদান করা হয়। গানে গানে অনুষ্ঠানে আনন্দ দেন সঙ্গীত শিল্পী ফিরোজ, সুবেদর (অব:) এমডি ইব্রাহীম, হাজী আব্দুল ছালাম, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা এম আবু নাসির, শহিদুল ইসলাম, কাজী হাবিবুল আওয়াল। কবিতা পাঠ করেন সুধাংশু কুমার মন্ডল।   পিকনিক কমিটি ২০২৪ এর দায়িত্ব ছিলেন আহ্বায়ক কামাল উদ্দিন, প্রধান সম্বয়কারী হাসান আলী, সম্বয়কারী বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল ছালাম, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত, খলিলুর রহমান (রহমান), ও কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম।

ক্রিড়া ও সাংস্কৃতিক দায়িত্ব ছিলেন বীর মুক্তিযোদ্ধা এম আবু নাসির ও সুধাংশু কুমার মন্ডল। অতিথি আপ্যায়নে সহায়তা করেন রিপন সরকার, মোঃ সোলাইমান হোসেন, ইঞ্জিনিয়ার জিল্লর রহমান, মাছুদুর রহমান, অটল খান, আবির ও মকবুল হোসেন। উৎসবমুখর বনভোজনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন. মজুমদার, আব্দুস শহিদ, আব্দুর রহিম বাদশা, সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, তোফায়েল চৌধুরী, জালালাবাদ এ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মঈনুল হক চৌধুরী হেলাল, তিতাস মাল্টি সার্ভিসের প্রেসিডেন্ট মেহের চৌধুরী, বাংলাদেশ সোসাইটি ব্রঙ্কসের সভাপতি সামাদ মিয়া জাকের, সাজুফতা সাহিত্য ক্লাব নিউইয়র্ক এর প্রেসিডেন্ট কবি জুলি রহমান, কমিউনিটি এক্টিভিস্ট শেখ জামাল হুসাইন, মোহাম্মদ আলী (স্টার্লিং ডায়াগনেস্টিক), মোঃ জাকির চৌধুরী সিপিএ, মনজুর চৌধুরী জগলুল, জামাল আহমেদ (শাপলা পান), সুমন চৌধুরী (ফোনস ক্লাব), রেজাউল করিম রুহেল (গোল্ডেন এইজ হোম কেয়ার), ইমিগ্রান্ট এল্ডার হোম কেয়ার এল.এল.সি’র জালাল চৌধুরী, বাংলাদেশী-আমেরিকান সাংবাদিক এসোসিয়েশন যুক্তরাষ্ট্র’র সভাপতি প্রফেসর সৈয়দ জহির উদ্দিন আজাদ, বীর মুক্তিযোদ্ধা মনজুর আহম্মেদ বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধা হালিম মুন্সি (প্রধান উপদেষ্টা), গুলশানরা মনজুর, বীর মুক্তিযোদ্ধা মুন্সী বশির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা হেলাল মজিদ, কমিউনিটি এক্টিভিস্ট সালে আহমেদ মানিক, জাফর তালুকদার,

বিজয় কৃষ্ন সাহা, নুরে আলম জিকু, সম্মিলিত বরিশাল বিভাগবাসী ইউ.এস.এ ইনক্ সভাপতি এমএ সালাম আকন্দ, ও সাধারণ সম্পাদক মাইজুর রহমান জুয়েল, কুমিল্লা সোসাইটি ইউ.এস.এ ইনক এর সাংগঠনিক সম্পাদক রিপন সরকার ও মহিলা সম্পাদিকা সালমা সুমি, লিয়ন শেখ, এ্যাডভোকেট গোলাম মাওলা, মৌলভীবাজার ডিস্টিক সোসাইটির উপদেষ্টা মিয়া মোহামদ আলতাফ হোসেন, মোহাম্মদ মুহিত চৌধুরী, মামুন চৌধুরী (বিহঙ্গ প্রন্টিং), আব্দুল ওয়াহেদ (বৃহওর কুস্টিয়া জেলা সমিতি ইউ.এস.এ ইনক ), আসিকুল হক (হক কন্সট্রাকসন), কর্পোরাল (অব:) আব্দুল মতিন, প্রীতম বিশ্বাস, সুবেদর (অব:) এমডি ইব্রাহীম, ফিরোজ শরীফ, লুৎফুর রহমান, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, পারভীন আক্তার, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন এ্যাডঃ, সামাদ মিয়া, শাহ আলম, এম ডি গোলাম সালমান, আনোয়ার হোসেন, আব্দুর রহমান, বদরুল হক, জাকির হোসেন, শহিদুল হক, আফজাল হোসেন, মোহাম্মদ ভুইঁয়া, কাজী হাফিজুল হক প্রমুখ। বক্তারা সুন্দরভাবে ঐক্যবদ্ধ হয়ে বনভোজন সফল করার জন্য আয়োজক সংগঠনকে ধন্যবাদ জানান।   দুপুরে সুস্বাদু খাবার রান্না করে পরিবেশন করেন মজিদ শেফ। ঝাল মুড়ি স্বাদে প্রসংশিত হন ‘শাপলা মিস্টি পান ও ঝাল মুড়ি’ কর্ণধার জামাল আহমেদ। সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ এবং সাধারণ সম্পাদক কাজী রবি-উজ-জামান সকল সহযোগী, স্পন্সরসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।