NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

সিপিসি’র আসন্ন ২০তম তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশন চীনের আধুনিকীকরণের উপর দৃষ্টি নিবদ্ধ করবে


স্বর্ণা: প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৫, ১২:১৫ এএম

সিপিসি’র আসন্ন ২০তম তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশন চীনের আধুনিকীকরণের উপর দৃষ্টি নিবদ্ধ করবে

 


চীনের কমিউনিস্ট পার্টি-সিপিসি’র আসন্ন ২০তম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশন চীনের আধুনিকীকরণের উপর দৃষ্টি নিবদ্ধ করবে এবং সার্বিক সংস্কারকরণ আরো গভীরতর করবে। তাই সম্মেলনটির প্রতি বিশ্বের মনোযোগ রয়েছে। সিএমজি’র সিজিটিএন পরিচালিত তিনটি জরিপ দেখায় যে, উত্তরদাতাদের ৭৬.৯% চীনের উচ্চ-মানের উন্নয়ন অর্জনকে স্বীকৃতি দিয়েছে এবং বিশ্বে আরও সুযোগ আনার জন্য চীনের সংস্কারকে গভীর করার প্রত্যাশা জানিয়েছে। 

সমীক্ষায়, ৮০.৩% উত্তরদাতারা চীনের অর্থনৈতিক আস্থার প্রশংসা করেছেন এবং বিশ্বাস করেন যে, এটি বিশ্বের জন্য আরও সুবিধা নিয়ে আসবে। ৯৩.২% উত্তরদাতারা চীনের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত শক্তির প্রশংসা করেছেন। ৮৫.৪% উত্তরদাতারা স্বতন্ত্র উদ্ভাবনের ক্ষেত্রে চীনের বিশাল বিনিয়োগ ও সংকল্পকে স্বীকৃতি দিয়েছেন।

৮৭.১% উত্তরদাতা অত্যন্ত সম্মত  যে, নতুন উৎপাদন শক্তি চীনের আধুনিকীকরণ প্রক্রিয়াকে দ্রুত ও কার্যকরভাবে চালিত করবে। ৮৪.৩% উত্তরদাতা  জন-কেন্দ্রিক উন্নয়ন ধারণার উপর চীনের ধারনার প্রশংসা করেছেন। ৯১.৯% উত্তরদাতা চীনের ‘উন্নয়ন অবশ্যই পরিবেশের মূল্যে হওয়া উচিত নয়’, ধারণার সাথে অত্যন্ত একমত এবং মানুষ ও প্রকৃতির মধ্যে সম্প্রীতিময় সহাবস্থানের দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন। ৮১.৯% উত্তরদাতা বিশ্বাস করেন যে চীন একটি সুযোগপূর্ণ দেশ, এবং চীনের উন্নয়ন বিশ্বের জন্য সুযোগ প্রদান অব্যাহত রাখবে।

উপরের সমীক্ষাটি বিশ্বব্যাপী ১৫ হাজার ৩৭ জন উত্তরদাতার মধ্যে পরিচালিত হয়, যার মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন এবং অস্ট্রেলিয়ার মতো উন্নত দেশগুলোরর পাশাপাশি ব্রাজিল, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও মিশরের মতো উন্নয়নশীল দেশগুলোও রয়েছে।
সূত্র: স্বর্ণা, চায়না মিডিয়া গ্রুপ।