NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৭, ২০২৫ | ১৪ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার ‘বাঘা’ শরীফ Bangladesh reaffirms commitment to fully Implement the CHT Peace Accord Kashmir Violence Conflict can be Solved Diplomatically or Needs a Retaliation Plan Against Pakistan ব্রেন স্ট্রোক পরবর্তী সময়ে সেরে ওঠার যুগান্তকারী ওষুধ আবিষ্কার নিউইয়র্কে প্রবাসীদের সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মত  বিনিময় নিজেকে রাজা-বাদশাহ ভাবছেন ট্রাম্প! ‘দাগি’ দেখতে কয়েদির বেশে সিনেমা হলে শতাধিক নিশো ভক্ত Attorney General James Wins Case Against Google for Monopolies in Digital Advertising নিউইয়র্কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ সংবাদ সম্মেলন নানা অভিযোগ উত্থাপন : বাংলাদেশ রেমিট্যান্স মেলা  বয়কটের আহবান নিউইয়র্কের এস্টোরিয়ায় পুলিশের গুলিতে মানসিকভাবে অসুস্থ  এক ব্যক্তির মৃত্যু
Logo
logo

যুক্তরাষ্ট্রে ‘তুফান’, প্রথম দিনে সব হল হাউসফুল


তোফাজ্জল লিটন প্রকাশিত:  ২৭ এপ্রিল, ২০২৫, ০১:৩০ পিএম

যুক্তরাষ্ট্রে ‘তুফান’, প্রথম দিনে সব হল হাউসফুল

প্রথম দিনে সব হল হাউসফুল বাংলাদেশের দর্শকের মন জয় করে যুক্তরাষ্ট্রে ২৮ জুন শুরু হয়েছে ‘তুফান’ সিনেমার প্রদর্শনী। নিউইয়র্কে দুটি সিনেমা হলসহ যুক্তরাষ্ট্রের ১২টি অঙ্গরাজ্যের ২২টি হলে সপ্তাহব্যাপী চলবে শাকিব খান অভিনীত সিনেমাটি। সিনেমা শুরুর প্রথম দিনেই ১০টি হল কানায় কানায় পূর্ণ ছিল। আলফা-আই প্রযোজিত এবং রায়হান রাফী পরিচালিত সিনেমাটি যুক্তরাষ্ট্র ও কানাডায় পরিবেশন করছে বায়োস্কোপ ফিল্মস। নিউইয়র্কের কিউ গার্ডেন সিনেমা হলে সরেজমিনে দেখা গেছে, প্রচুর দর্শক টিকিট কাটতে না পেরে ফেরত গেছেন। এ বিষয়ে বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ বলেন, ‘আমরা ছয় বছর ধরে ৪৫টি সিনেমা দেখিয়েছি। প্রথম দিনেই এত হল হাউসফুল হয়নি। ‌আমরা আশা করছি, “পরান” সিনেমার রেকর্ড “তুফান” ভাঙবে যুক্তরাষ্ট্রে। “পরান”–এর ২ লাখ ডলারের টিকিট বিক্রি হয়েছিল। জ্যামাইকা সিনে কমপ্লেক্স বন্ধ না হলে আমরা “হাওয়া”র রেকর্ড ভাঙতে পারতাম।   টিকিট না পেয়ে ফেরত যাওয়া দর্শক মাসুদুল হক এ প্রতিবেদককে বলেন, পত্রপত্রিকায় দর্শকদের ভালো লাগা দেখে পরিবার নিয়ে এসেছিলাম সিনেমাটি দেখব। এসে দেখি কোনো টিকিট নাই। আমরা হল কর্তৃপক্ষকে দাঁড়িয়ে দেখার প্রস্তাব দিয়েছিলাম। ‌তারা রাজি হয়নি।’

পরিবার নিয়ে সিনেমা দেখতে আসা হোসনে আরা চৌধুরী বলেন, ‘আমরা সিনেমার প্রচারণা দেখেই টিকিট কেটে রেখেছিলাম। গানগুলো ইউটিউবে ও সোশ্যাল মিডিয়া শুনে পর্দায় দেখার আগ্রহ ছিল। সিনেমাটি দেখে অসম্ভব ভালো লেগেছে। সবচেয়ে ভালো লেগেছে, এত এত দর্শক এসেছেন সিনেমাটি দেখতে। বাংলা সিনেমার জয় হোক।’   বায়োস্কোপ ফিল্মসের আরেক কর্ণধার নওশাবা রশিদ বলেন, ‘১২ জুলাই থেকে যুক্তরাষ্টের অন্তত ৪০টি শহরে এ সিনেমা প্রদর্শিত হবে। এ সিনেমা প্রচারের জন্য আমরা প্রথমবারের মতো লেড ট্রাক অ্যাডভারটাইজিং ব্যবহার করেছি।

আমরা সব দর্শককে অনুরোধ করব হলে যাওয়ার আগে অনলাইনে টিকিট কাটতে।’ কোরবানির ঈদে সিনেমাটি মুক্তি পেয়ে ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, মধুমিতাসহ বাংলাদেশের ১২০টির বেশি প্রেক্ষাগৃহে সিনেমাটি চলছে। গত ১০ দিনে আয় করেছে ২৫ কোটি টাকা।  রায়হান রাফী পরিচালিত এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের নাবিলা। আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, সালাউদ্দিন লাভলু, গাউসুল আলম শাওন প্রমুখ। “তুফান” ছবিটি প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওজ লিমিটেড; ডিজিটাল পার্টনার চরকি এবং ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে আছে এসভিএফ।