NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৪ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার ‘বাঘা’ শরীফ Bangladesh reaffirms commitment to fully Implement the CHT Peace Accord Kashmir Violence Conflict can be Solved Diplomatically or Needs a Retaliation Plan Against Pakistan ব্রেন স্ট্রোক পরবর্তী সময়ে সেরে ওঠার যুগান্তকারী ওষুধ আবিষ্কার নিউইয়র্কে প্রবাসীদের সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মত  বিনিময় নিজেকে রাজা-বাদশাহ ভাবছেন ট্রাম্প! ‘দাগি’ দেখতে কয়েদির বেশে সিনেমা হলে শতাধিক নিশো ভক্ত Attorney General James Wins Case Against Google for Monopolies in Digital Advertising নিউইয়র্কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ সংবাদ সম্মেলন নানা অভিযোগ উত্থাপন : বাংলাদেশ রেমিট্যান্স মেলা  বয়কটের আহবান নিউইয়র্কের এস্টোরিয়ায় পুলিশের গুলিতে মানসিকভাবে অসুস্থ  এক ব্যক্তির মৃত্যু
Logo
logo

নিউ ইয়র্কে গোল্ডেন এইজ ঢালিউড অ্যাওয়ার্ডসের আসর রোববার ৩০ জুন


খবর   প্রকাশিত:  ২৭ এপ্রিল, ২০২৫, ০২:১৪ পিএম

নিউ ইয়র্কে গোল্ডেন এইজ ঢালিউড অ্যাওয়ার্ডসের আসর রোববার ৩০ জুন

বহির্বিশ্বে সর্বাধিক জনপ্রিয় বিনোদমূলক অনুষ্ঠান গোল্ডেন এইজ হোম কেয়ার ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড’সের আসর বসছে আগামী রোববার ৩০ জুন নিউ ইয়র্কে। অনুষ্ঠানে অংশ নিতে বেশ কয়েকজন শিল্পী ইতোমধ্যে নিউ ইয়র্কে এসে পৌঁছেছেন। শো টাইম মিউজিক আয়োজিত এবারের অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ঢালিউডের একঝাঁক শিল্পী ও কলা-কুশলী।  ২৪ জুন এ উপলক্ষে এ সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত উক্ত সংবাদ সম্মেলনে শো টাইম মিউজিকের প্রধান নির্বাহী আলমগীর খান আলম এবারের ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের বিস্তারিত পরিকল্পনার কথা তুলে ধরেন। আলমগীর খান জানান, ২১তম ফিল্ম এন্ড মিউজিক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে নানারকম চমক থাকবেন। শিল্পী ও কলা-কুশলীদের এবারের যারা উপস্থিত থাকবেন তারা হলেন-বাংলাদেশ চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খান, চঞ্চল চৌধুরী, জায়েদ খান, নীরব, তাহসান, তাসনিয়া ফারিণ, মেহজাবিন চৌধুরী, তানজিন তিশা, মন্দিরা চক্রবর্তী, কণ্ঠশিল্পী বিন্দুকনা, লায়লা, দিনাত জাহান মুন্নী, রকস্টার মিলা; কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক, জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদি প্রমূখ। ইতিমধ্যে কয়েকজন শিল্পী নিউ ইয়র্কে পৌঁছেছেন। বাকি শিল্পীরা ২৮ জুন পৌঁছাবেন।   এবারের আয়োজন অনুষ্ঠিত হবে জ্যামাইকার আমাজুরা হলে। দর্শকদের জন্য হল খুলে দেওয়া হবে সন্ধ্যা সাতটায় এবং অনুষ্ঠান শুরু হবে আটটায়। এবারের টাইটেল স্পন্সর গোল্ডেন এইজ হোম কেয়ার এবং পাওয়ার্ড বাই রিবার্টেল। গ্রান্ড স্পন্সর নূরুল আমিন, আশা গ্রুপ, এসএনএস হোম লোন, সারা হোম কেয়ার, ইউর ড্রিম হোম কেয়ার, দুলাল বেহেদু। ইভেন্ট পার্টনার বাংলা ট্রাভেল, শাহ গ্রুপ, ফ্রেশ ফুড ইউএসএ, উৎসব গ্রুপ, খলিল বিরানি হাউজ, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, এটর্নি মঈন চৌধুরী, নয়া ডিস্ট্রিবিউটর, সিলেট মটরস্, ওয়াশিংটন ইউনিভার্সিটি সায়েন্স এন্ড টেকনোলজি, গ্লোবাল এম এস, বেঙ্গল হোম কেয়ার, ফ্রেশ বেকারি এন্ড সুইট, ট্রেনডি ইউএসএ, প্রিমিয়াম রেস্টুরেন্ট, ইত্যাদি গার্ডেন, নবান্ন রেস্টুরেন্ট, সানম্যান এক্সপ্রেস, মাছওয়ালা, শামসুল আলম সোহাগ, মানাস ক্লোজেট, ল অফিসার রুমা জান্নাতুল, ব্লু গ্রীন ইস্টুরেন্স, এস এস ব্রোকারেজ, কর্ণফুলি ট্যাক্স সার্ভিস, মোহাম্মদ এন্ড মজুমদার, কোর ভিশন, চিশতি সিপিএ।

ঢালিউডের দ্বিতীয় আসরটি অনুষ্ঠিত হবে ১৩ জুলাই শনিবার নয়নাভিরাম নায়াগ্রা ফলস সংলগ্ন স্টাটলারের মিলনায়তনে। টাইটেল স্পন্সর গোল্ডেন এইজ হোম কেয়ারের সিইও শাহ নেওয়াজ, কণ্ঠশিল্পী রানু নেওয়াজ, লায়ন আহসান হাবিব, রফিক আহমেদ ও শিশুসাহিত্যিক হুমায়ূন কবীর ঢালী প্রমূখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। এবারের টিকিটের মূল্য সাধারণ গ্যালারি ৫০ ডলার ও ১০০ ডলার। ভিআইপি ১৫০ ডলার আর এলিট ক্লাস ২৫০ এবং সেলিব্রেটি সার্কেল। সেখানে সহস্রাধিক দর্শকের জন্য থাকছে অনুষ্ঠানটি উপভোগ করার সুযোগ। দেশ থেকে বরেণ্য শিল্পীদের পাশাপাশি প্রবাসের জনপ্রিয় শিল্পীরাও অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানিয়েছে শো টাইম মিউজিকের প্রধান নির্বাহী আলমগীর খান আলম। টিকিট পাওয়া যাচ্ছে জ্যাকসন হাইটসের খামারবাড়ি গ্রোসারি, ট্রিনডি শাড়ি হাউজ, জ্যামাইকার আপনার চা ঘর, ব্রুকলিনের সূচনা গ্রোসারি এবং ব্রন্সসের খলিল বিরানি হাউজ। শো’র দিন হল কাউন্টারে টিকিট পাওয়া যাবে।