NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৪ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার ‘বাঘা’ শরীফ Bangladesh reaffirms commitment to fully Implement the CHT Peace Accord Kashmir Violence Conflict can be Solved Diplomatically or Needs a Retaliation Plan Against Pakistan ব্রেন স্ট্রোক পরবর্তী সময়ে সেরে ওঠার যুগান্তকারী ওষুধ আবিষ্কার নিউইয়র্কে প্রবাসীদের সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মত  বিনিময় নিজেকে রাজা-বাদশাহ ভাবছেন ট্রাম্প! ‘দাগি’ দেখতে কয়েদির বেশে সিনেমা হলে শতাধিক নিশো ভক্ত Attorney General James Wins Case Against Google for Monopolies in Digital Advertising নিউইয়র্কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ সংবাদ সম্মেলন নানা অভিযোগ উত্থাপন : বাংলাদেশ রেমিট্যান্স মেলা  বয়কটের আহবান নিউইয়র্কের এস্টোরিয়ায় পুলিশের গুলিতে মানসিকভাবে অসুস্থ  এক ব্যক্তির মৃত্যু
Logo
logo

জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির পথমেলা ৯ জুন


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ২৭ এপ্রিল, ২০২৫, ০১:৩৩ পিএম

জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির পথমেলা ৯ জুন

নিউইয়র্ক (ইউএনএ): প্রবাসের অন্যতম সামাজিক সংগঠন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি (জেবিএফএস) আয়োজিত পথমেলা আগামী ৯ জুন রোববার নিউইয়র্ক সিটির কুইন্সের জ্যামাইকায় অনুষ্ঠিত হবে। ‘বাঙালীয়ানায় বাংলা উৎসব শীর্ষক এবারের মেলা অনুষ্ঠিত হবে ১৬৫-৬৫ ৮৪ এভিনিউ, জ্যামাইকা ঠিকায় অর্থাৎ টমাস এডিসন হাই স্কুলের সামনের খোলা রাস্তায় দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে। মেলার বিশেষ আকর্ষণ থাকবে স্থানীয় ক্যাপ্টেন টিলি পার্কে বেলা ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত পান্তা-ইলিশ আপ্যায়ন। এছাড়াও অন্যান্য আয়োজনে থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আর হরেক রকমের স্টল। এবারের মেলা বাজেট নির্ধারন করা হয়েছে ৪০/৪৫ হাজার ডলার। মেলার টাইটেল স্পন্সর হচ্ছে গোল্ডেন হোমকেয়ার। জ্যামাইকার একটি মিলনায়তনে বুধবার (২২ মে) রাতে আয়োজিত জনাকীর্ণ এক সংবাদ সম্মেলনে ফ্রেন্ডস সোসাইটি ও মেলা কমিটির কর্মকর্তারা এসব তথ্য জানান। এতে লিখিত বক্তব্য পাঠ করেন মেলা কমিটির সদস্য সচিব রিজু মোহাম্মদ। এরপর ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গণি, উপদেষ্টা শাহ নেওয়াজ, ডা. ওয়াজেদ এ খান, অ্যধাপিকা হুসনে আরা বেগম ও শাহ জে চৌধুরী, সিনিয়র সহ সভাপতি এএফ মিসবাহউজ্জামান, মেলা কমিটির আহŸায়ক বিলাল চৌধুরী, প্রধান সমন্বয়কারী আলমগীর খান আলম, জেবিএ’র সহ সভাপতি আহসান হাবীব সহ আরো অনেকে মেলা বিষয়ে বক্তব্য রাখেন। সংবাদ সম্মেলন পরিচালনা করেন ফ্রেন্ডস সোসাইটির সাধারণ সম্পাদক জে মোল্লা  সানি। সংবাদ সম্মেলনে সংগঠনের উপদেষ্টা ও কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেয়া হয়। সংবাদ সম্মেলনে জেবিএফএস’র কর্মকর্তারা জানান, নিউইয়র্ক সিটির জ্যামাইকা ছাড়াও সিটির অন্যান্য এলাকায় বসবাসকারী বাংলাদেশীদের নিযে ফ্রেন্ডস সোসাইটি একটি পরিবার। এই পরিবারের সদস্যদের মধ্যে মতভেদ, মতপার্থক্য থাকতে পারে কিন্তু কোন দূরত্ব নেই। যেকারণে জেবিএফএস আর জেবিএ’র কর্মকর্তারা আজ একই মঞ্চে। অতীতে কোন না কোন হল বা মিলনায়তনে বা স্কুল প্রাঙ্গনে পথমেলার আয়োজিত হয়েছে। এবারই প্রথম খোলা আকাশের নীচে খোলা পথে পথমেলার আয়োজন করা হয়েছে। যা পথমেলার নামকরণে যথার্থ। সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৯টা পর্যন্ত মেলার কার্যক্রম চলবে এবং স্ক্রীপ করা অনুষ্ঠান উপহার দেয়া হবে। তারা মেলটি সফল করতে সকল প্রবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন। সাংস্কৃতিক পর্বে অংশ নেবেন চিত্র নায়িকা মৌসুমী, সঙ্গীত শিল্পী মিলা, বিন্দু কনা সহ প্রবাসের জনপ্রিয় শিল্পীরা। এক প্রশ্নের উত্তরে সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার জানান, মেলার আয়- ব্যয় নিয়ে ইতিপূর্বে কনো প্রশ্ন উঠেনি, আগামীতেও উঠবে না। ডাইম ওয়ান ব্যাংকে সংগঠনের অ্যাকাউন্ট রয়েছে এবং তা সাংগঠনিকভাবেই পরিচালিত হচ্ছে। অপর এক প্রশ্নের উত্তরে রিজু মোহাম্মদ জানান, ফ্রেন্ডস সোসাইটি শুধু পথমেলাই করে না, অতি সম্প্রতি প্রবাসী বাংলাদেশী খসরু হত্যার বিচারের দাবীতে প্রতিবাদ সভা করেছে, অতীতেও নানান সভা-সমাবেশ, সেমিনার আর প্রতিবাদ সভা সহ জনকল্যাণকর কাজ করেছে, ভবিষ্যতেও করবে।সংবাদ সম্মেলনে জেবিএফএস’র অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপদেষ্টা এবিএম সালাহউদ্দিন আহমেদ, সহ সভাপতি রাসেক মালিক ও কামরুল ইসলাম সনি, কোষাধ্যক্ষ আখতার বাবুল, সাংগঠনিক সম্পাদক বাবুল হাওলাদার, প্রচার ও জনসংযোগ সম্পাদক এনায়েত মুন্সী, ক্রীড়া সম্পাদক সুমন খান, কমিউনিটি আউটরীচ সম্পাদক এস এম সোলায়মান, সাংস্কৃতিক সম্পাদক নিপা জামান, সমাজকল্যাণ সম্পাদক রাশেদুজ্জামান হিমু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক নওশাদ হায়দার, কার্যকরী সদস্য মোহাম্মদ সেবুল মিয়া, আবুল কাশেম, আনোয়ার হোসেন, লিটন আহমদ, ইকবাল আহমেদ, বাবুল, মহিউদ্দিন পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।  এছাড়াও প্রবাসের জনপ্রিয় রানো নেওয়াজ, শিল্পী চন্দন চৌধুরী, শাহ মাহবুব, মারিয়া মরিয়ম, অনিক রাজ এবং বিশিষ্ট উপস্থাপিকা সোনিয়া উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ফ্রেন্ডস সোসাইটির যুগ্ম সম্পাদক ও মেলা কমিটির সদস্য সচিব রিজু মোহাম্মম এর জন্মদিন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন শেষে কেক কাটা হয়