খবর প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৫, ০২:৩৭ পিএম
হতাশায় ভরা দুটি চোখ
--- জাকিয়া রহমান
হতাশায় ভরা আমার দুটি চোখ
আমি এক নিঃস্ব রিক্সাওয়ালা!
বন্যার পানি কেটে কেটে সারাদিনে
পেয়েছি কয়টি ক্ষ্যাপ, টাকা গুনছি
মনে প্রশ্ন, এতে হবে কি সবার একবেলার আহার?
আগুনে জ্বলে পুড়ে কঙ্কর ভরা আশার সমুদ্র এখন।
সূর্য তোমার লেলিহান শিখা নিয়ে এলো-
দুর্বলতার জড় পরিসীমা।
তবুও টেনেছি ধনীর বোঝা কঙ্কালসার দেহে,
পিপাসায় তৃষ্ণার্ত কন্ঠ ক্ষুধার জ্বালায় বিব্রত শরীরে।
একটু শীতলতার অতি আকাঙ্ক্ষিত বৃষ্টি এলেই যদি তুমি
নিয়ে এলে কেন তবে, তান্ডব ঝড়?
কেন নিয়ে এলে নিষ্ঠুরতার ধবংশ লীলা?
সর্বহারার মাটির ঘরের ভিত কোথায় করেছো নিশ্চিহ্ন?
কিছু মামুলী স্বপ্ন আশায় গড়েছিলাম যে নীড়,
যে আশায় মানুষের হৃদয় হয় মানুষের মতো,
তাকে খুঁজে ফিরে পাওয়া আর কখনই হবে না।
এখন এই উত্তাল বন্যায়,
আমার এই হতাশায় ভরা চোখদুটিতে-
দেখতে পাই সব আশাই এখন গৃহহীন।
রোগাক্রান্ত শিশুর কান্না তোলপাড় তুলেনা এতো সে কমজোড়,
মায়ের নয়নে নেই সজলতা,
কান্না অভিমান সব ভুলে হয়েছে যেন নিষ্প্রাণ চলমান মৃতদেহ।
ঘর আজ রাস্তার ধারে,
শুনি অহর্নিশ জান কবজকারীর চলাফেরার শব্দ।