আন্তর্জাতিক: প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৫, ১২:০৮ এএম
২০শে মে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং। তিনি সোমবার ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবেরের কাছে পাঠানো এক বার্তায় গভীর শোক প্রকাশ করেন।
বার্তায় তিনি চীনা সরকার ও জনগণের পক্ষ থেকে, প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবের, প্রেসিডেন্ট রাইসির আত্মীয়স্বজন, এবং ইরানি সরকার ও জনগণের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন।
সি চিন পিং শোকবার্তায় বলেন, ইব্রাহিম রাইসি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে, নিরাপত্তা, স্থিতিশীলতা, উন্নয়ন ও সমৃদ্ধির পথে দ্রুত সামনে এগিয়েছে ইরান। তিনি ইরান-চীন সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কের আরও উন্নয়নে ইতিবাচক ভূমিকাও রেখেছেন।
তাঁর মৃত্যু ইরানি জনগণের জন্য একটা বড় ক্ষতি; চীনা জনগণও একজন ঘনিষ্ঠ বন্ধুকে হারালো।
সি বলেন, চীনের সরকার ও জনগণ ইরানের সাথে ঐতিহ্যগত মৈত্রীকে যথেষ্ট গুরুত্ব দেয়। দু’দেশের যৌথ প্রচেষ্টায়, চীন-ইরান সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক, সামনের দিকে এগিয়ে যাবে বলে আশা করা যায়।
সূত্র:ছাই-আলিম-ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।