আন্তর্জাতিক: প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৫, ০৭:৩২ এএম
৮ই মে বিশেষ বিমানযোগে এক রাষ্ট্রীয় সফরে, সার্বিয়ার রাজধানী বেলগ্রেড পৌঁছান চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। বিমানবন্দরে তাকে স্বাগত জানান সেদেশের প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচ।
বিমান থেকে নেমে আসলে, চীনের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে ফুল দিয়ে অভ্যর্থনা জানায় একদল সার্বিয়ান শিশু।
এ সময় সেদেশের সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
বিমানবন্দরে দেওয়া এক লিখিত ভাষণে সি চিন পিং বলেন, চীন-সার্বিয়া মৈত্রী গভীর; দু’দেশের সম্পর্ক আন্তর্জাতিক বিরূপ পরিস্থিতির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ২০১৬ সালে দু’দেশের সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠার পর, দ্বিপাক্ষিক সম্পর্ক অনেক উন্নত হয়েছে এবং দ্বিপাক্ষিক সহযোগিতায় অর্জিত হয়েছে ঐতিহাসিক সাফল্য। দু’দেশের পারস্পরিক রাজনৈতিক আস্থা পাথরের মতো দৃঢ়।
তিনি বলেন, দু’দেশ যৌথভাবে ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগ বাস্তবায়ন করছে; দু’দেশের মধ্যে মানুষে-মানুষে যোগাযোগ ঘনিষ্ঠতর হয়েছে। চীন-সার্বিয়া সহযোগিতা সাম্য ও পারস্পরিক কল্যাণের ভিত্তিতে প্রতিষ্ঠিত, যা দু’দেশের মৌলিক স্বার্থের সাথে সংগতিপূর্ণ।
সি আরও বলেন, তাঁর দেশ সার্বিয়ার সাথে উচ্চমানের সহযোগিতার নতুন পরিস্থিতি সৃষ্টি করতে চায়। তিনি বর্তমান সফরকালে প্রেসিডেন্ট ভুচিচের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং অন্যান্য অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে গভীরভাবে মতবিনিময় করতে চান। তিনি বিশ্বাস করেন, এবারের সফর ফলপ্রসূ হবার মাধ্যমে চীন-সার্বিয়া সম্পর্ক উন্নয়নের নতুন অধ্যায় রচিত হবে।
চীনের ফার্স্ট লেডি পেং লি ইউয়ান, চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী সদস্য ও কেন্দ্রীয় কার্যালয়ের পরিচালক ছাই ছি, পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, প্রমুখ কর্মকর্তারাও প্রেসিডেন্ট সি’র সফরসঙ্গী হয়েছেন।
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।