NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৪ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার ‘বাঘা’ শরীফ Bangladesh reaffirms commitment to fully Implement the CHT Peace Accord Kashmir Violence Conflict can be Solved Diplomatically or Needs a Retaliation Plan Against Pakistan ব্রেন স্ট্রোক পরবর্তী সময়ে সেরে ওঠার যুগান্তকারী ওষুধ আবিষ্কার নিউইয়র্কে প্রবাসীদের সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মত  বিনিময় নিজেকে রাজা-বাদশাহ ভাবছেন ট্রাম্প! ‘দাগি’ দেখতে কয়েদির বেশে সিনেমা হলে শতাধিক নিশো ভক্ত Attorney General James Wins Case Against Google for Monopolies in Digital Advertising নিউইয়র্কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ সংবাদ সম্মেলন নানা অভিযোগ উত্থাপন : বাংলাদেশ রেমিট্যান্স মেলা  বয়কটের আহবান নিউইয়র্কের এস্টোরিয়ায় পুলিশের গুলিতে মানসিকভাবে অসুস্থ  এক ব্যক্তির মৃত্যু
Logo
logo

সিএমবিবিএ আয়োজিত ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ আগামী ১৫ জুন


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ২৭ এপ্রিল, ২০২৫, ০১:৩৩ পিএম

সিএমবিবিএ আয়োজিত ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’  আগামী ১৫ জুন

 

নিউইয়র্ক (ইউএনএ): আমেরিকার আবহাওয়ায় শীত চলে যাচ্ছে,
গরমকাল হাতছানি দিচ্ছে। এই গরমে পথমেলা আর বনভোজন আয়োজন
প্রবাসী বাংলাদেশীদের বাৎসরিক কর্মসূচী। আর এই কর্মসূচী
আয়োজনের লক্ষ্যে চলছে নানা প্রস্তুতি। ইতিমধ্যেই কয়েকটি সংগঠন
তাদের পথমেলা আর বনভোজনের কর্মসূচীর দিন তারিখ ঘোষণা করেছে।
প্রতি বছরের মতো এবছরও চার্চ-ম্যাকডোনাল্ড বাংলাদেশী বিজনেস
এসোসিয়েশন (সিএমবিবিএ) পথমেলার আয়োজন করছে। আগামী
১৫ জুন শনিবার নিউইয়র্ক সিটির ব্রুকলিন এর ম্যাকডোনাল্ড
এভিনিউতে ‘লিটল বাংলাদেশ ব্রæকলীন পথমেলা’ শীর্ষক মেলা অনুষ্ঠিত
হবে। এবারের মেলা হবে জাঁকজমকপূর্ণ। মেলায় থাকবে ব্যতিক্রমী
কর্মকান্ড। মেলায় অধুনালুপ্ত সাপ্তাহিক প্রবাসী সম্পাদক, প্রবীণ
সাংবাদিক মোহাম্মদ উল্লাহকে স্বর্ণপদক দেওয়া হবে। অতিথিদের মধ্যে
থাকবেন নিউইয়র্ক সিটির মেয়র। এক সংবাদ সম্মেলনে আয়োজক
নেতৃবৃন্দ এসব তথ্য জানান। খবর ইউএনএ’র।
গত ১ মে বুধবার অয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয় ইতিপূর্বে
সিএমবিবিএ আয়োজিত মেলার নাম ছিল ব্রæকলীন পথমেলা। এবার
মেলার নামকরণ করা হয়েছে ‘লিটল বাংলাদেশ ব্রæকলীন পথমেলা’। সংবাদ
সম্মেলনে মেলা কমিটির আহবায়ক মামুন অর রশীদ সহ সিএমবিবিএ
নেতৃবৃন্দ বিস্তারিত তথ্য জানান।
সংবাদ সম্মেলনে সিএমবিবিএ’র সভাপতি রফিকুল ইসলাম
পাটোয়ারী, সাবেক সভাপতি রব চৌধুরী, সাধারণ সম্পাদক মাঈনুল
আলম বাপ্পি, মেলা কমিটির সদস্য সচিব আমির হোসেন রানা, মেলা
কমিটির প্রধান সমন্বয়কারী মহিউদ্দিন, সংগঠনের কোষাধ্যক্ষ
আনোয়ারুল আজিম, জয়েন্ট সেক্রেটারি মীর কাশেম প্রমুখ উপস্থিত
ছিলেন।
সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, ব্রæকলীন প্রবাসী বাংলাদেশী,
বাংলাদেশ আর দেশের শিল্প-সংস্কৃতিকে ব্র্যান্ডিং করতেই এবার মেলার
নতুন নামকরণ করা হয়েছে। আর এই মেলার মাধ্যমে আমরা পৃথিবীর
মানুষদের কাছে আমাদের বাংলাদেশকে তুলে ধরতে চাই। কেননা, সারা
পৃথিবীর মানুষের বসবাস এই নিউইয়র্ক। এবারের মেলায় থাকবে কিছু
নতুনত্ব। তারা জানান, গত বছরের মেলায় রিকশা ছিল বিশেষ আকর্ষণ, যা
আমাদের দেশের ঐতিহ্য। এর মাধ্যমে নতুন প্রজন্মেও শিশু-কিশোর-

কিশোরীরা রিকশা সম্পর্কে জানতে পেরেছে। রিক্সা মানে কী, এই রিক্সা
কারা চালায়, শ্রমজীবী মানুষ হিসেবে তাদের কষ্টের কথা তারা জানতে
পেরেছে। এছাড়াও গত বছর মেলায় আমাদের বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণদের
বসার জন্য আলাদা বসার ব্যবস্থা ছিল। ছিলো মেলা আগত দর্শনার্থীদের
জন্য পোর্টেবল টয়লেটের ব্যবস্থা। এবারও এসব থাকবে। আরো থাকবে
সাংবাদিক কর্ণার।
আয়োজকরা বিনোদনের জন্য মেলায় প্রবাসের জনপ্রিয় শিল্পীরা দেশের
পরিচিত জনপ্রিয় শিল্পীরা আমন্ত্রিত থাকবেন। নিরাপত্তা ব্যবস্থাও
থাকবে কঠোর। মেলাকে সফল করতে একাধিক মতবিনিময় সভা করার কথাও
জানান আয়োজকরা। পাশাপাশি সকল মিডিয়া ও প্রবাসীদেও সার্বিক
সহযোগিতা কামনা করেন।