NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

চীনা সংস্কৃতির আকর্ষণ অনুভব করতে পারবেন: চীনা ভাষা ফেস্টিভালে ছেন সুই


শুয়েই ফেই ফেই: প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৫, ০১:০১ এএম

চীনা সংস্কৃতির আকর্ষণ অনুভব করতে পারবেন: চীনা ভাষা ফেস্টিভালে ছেন সুই

 


চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-র চতুর্থ চীনা ভাষা ভিডিও ফেস্টিভাল ২৩ এপ্রিল জাতিসংঘের জেনিভা কার্যালয়ের প্যালেস অব ন্যাশন্স-এ আয়োজিত হয়। সিএমজি, জাতিসংঘের জেনিভা কার্যালয়, জাতিসংঘের জেনিভা কার্যালয়ে চীনের স্থায়ী কার্যালয়, এবং সুইজার‍ল্যান্ডের অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদলের যৌথ উদ্যোগে এ ফেস্টিভাল আয়োজিত হয়। 

চীনের উপ-প্রচারমন্ত্রী ও সিএমজির মহাপরিচালক শেন হাই সিয়ুং এ উপলক্ষ্যে দেওয়া এক ভিডিও-বার্তায় বলেন,আমরা চলতি বছর চীনা ভাষা ভিডিও ফেস্টিভালের থিম ঠিক করেছি ‘যৌবন’ এবং বিশ্বজুড়ে চীনা সংস্কৃতিকে ভালোবাসে এমন বন্ধুদের আমন্ত্রণ জানিয়েছি। আমরা ভিডিওকে একটি মাধ্যম হিসাবে ব্যবহার করবো, সংস্কৃতিকে সেতু হিসেবে; প্রাণবন্ত তারুণ্য ও বহু সংস্কৃতির অসীম আকর্ষণকে ফোকাস করবো, ভাষা ও ভিডিও-র মাধ্যমে যোগাযোগের সেতু তৈরি করবো। আশা করা যায়, এই অনুষ্ঠানের মাধ্যমে আরও বেশি বিদেশী তরুণ-তরুণী চীনে আসবেন এবং নতুন যুগের সত্যিকারের, ত্রিমাত্রিক ও সার্বিক চীনকে উপলব্ধি করতে পারবেন।”

জাতিসংঘের জেনিভা কার্যালয়ের মহাপরিচালক তাতিয়ানা ভালোভায়া অনুষ্ঠানে বলেন, “আজ সবাই এখানে মিলিত হয়ে যৌথভাবে বিশ্ব সংস্কৃতির সমৃদ্ধি ও বৈচিত্র্য উপভোগ করছি। ভাষা শুধু বিনিময়ের পদ্ধতি নয়, বরং তা জ্ঞান ছড়িয়ে দেয়া ও মানুষে মানুষে সংযোগ সৃষ্টির সেতুও বটে। চলতি বছরের অনুষ্ঠানের থিম জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যগুলোর সাথে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ। আজ, আমরা আবারও, চীনা ভাষা ও শিল্পের আকর্ষণ অনুভব করছি।” 

জাতিসংঘের জেনিভা কার্যালয়ে চীনের স্থায়ী কার্যালয় ও সুইজার‍ল্যান্ডে অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত চীনা প্রতিনিধি ছেন সুই অনুষ্ঠানে বলেন, “আমাদের সমান, সহনশীল ও বন্ধুত্বপূর্ণ দৃষ্টিকোণ থেকে ভিন্ন সভ্যতাকে দেখতে হবে; বিভিন্ন সভ্যতার মধ্যে সুষম সহাবস্থান ত্বরান্বিত করতে হবে। আশা করি, এই অনুষ্ঠানের মাধ্যমে সবাই চীনা সংস্কৃতির আকর্ষণ অনুভব করতে পারবেন, সংস্কৃতির মাধ্যমে উপলব্ধি ও বিনিময় ত্বরান্বিত করবেন, এবং মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গড়ায় আরও বেশি যৌবনের বুদ্ধি যোগাতে সক্ষম হবেন।”
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।