NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

চীন- ইন্দোনেশিয়া সুন্দর ভবিষ্যত সৃষ্টি করবে


লিলি: প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৫, ০৮:২৩ এএম

চীন- ইন্দোনেশিয়া সুন্দর ভবিষ্যত সৃষ্টি করবে

 

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ১৮ এপ্রিল জাকার্তায় ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদীর সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে যোগ দেন।
ইন্দোনেশিয়ায় সুষ্ঠু সাধারণ নির্বাচনের জন্য অভিনন্দন জানিয়ে ওয়াং ই বলেন, দু’দেশের শীর্ষনেতাদের গুরুত্বপূর্ণ মতৈক্য বাস্তবায়ন করতে এবং দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নকে অগ্রসর করতে তিনি এবার ইন্দোনশিয়া সফর করছেন। 

বৈঠককালে বিগত ১০ বছরে চীন ও ইন্দোনেশিয়ার সম্পর্কের ঐতিহাসিক উন্নয়নের দিকে ফিরে তাকিয়েছেন তারা। তারা মনে করেন, দু’দেশের সহযোগিতায় মূল্যবান কৃতিত্ব যে অর্জিত হয়েছে এর মূল কারণ হলো শীর্ষনেতাদের অবিচল নেতৃত্ব।
দু’দেশ সহযোগিতার শ্রেষ্ঠ ঐতিহ্য মেনে চলবে, আরো উচ্চ পর্যায়ের চীন ও ইন্দোনেশিয়ার অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তুলবে এবং আরো সুন্দর ভবিষ্যত সৃষ্টি করবে বলে ওয়াং আশা প্রকাশ করেন। 
তিনি আরো বলেন, দু’দেশের উচিৎ বড় রাষ্ট্রের মধ্যে একে অপরকে সাহায্য করা ও আস্থা রাখার দৃষ্টান্ত হওয়া, উন্নয়নশীল দেশগুলোর আধুনিকায়নের চালিকা শক্তি হওয়া এবং সহযোগিতামূলক অংশীদার হওয়া। 

ওয়াং আরো বলেন, চলতি বছর গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী এবং আগামী বছর স্বাধীন ইন্দোনেশিয়ার ৮০তম বার্ষিকী হবে। দু’দেশ নিজ নিজ উন্নয়নের ঐতিহাসিক নতুন সূচনায় দাঁড়িয়ে আছে এবং নতুন সুযোগের সম্মুখীন হচ্ছে। ইন্দোনেশিয়ার সঙ্গে দু’দেশের নেতাদের সম্পাদিত মতৈক্যের ভিত্তিতে আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রভাবশালী অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তুলতে আগ্রহী চীন। 
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।