NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo
আলবেনীতে হোমকেয়ার প্রতিষ্ঠানের বিক্ষোভ সমাবেশ

সিডিপ্যাপ নিয়ে গভর্ণরের প্রস্তাব নিয়ে ক্ষোভ-প্রতিবাদ


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৫, ০৭:১৭ এএম

সিডিপ্যাপ নিয়ে গভর্ণরের প্রস্তাব নিয়ে ক্ষোভ-প্রতিবাদ



নিউইয়র্ক (ইউএনএ): নিউইয়র্কবাসীদের স্বাস্থ্য সেবা প্রদানকারী
প্রতিষ্ঠান কনজ্যুমার ডাইরেকটেড পারসোনাল প্রোগ্রাম
(সিডিপ্যাপ)-এর হোম কেয়ার সার্ভিস নিয়ে গভর্ণর ক্যাথি
হোকুলের প্রস্তাব নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ফুুঁসে উঠেছেন।
হোম কেয়ার ব্যবসায়ীরা তীব্র ক্ষোভ-প্রতিবাদ জানিয়েছেন গভর্ণরের
প্রস্তাবের। হোমকেয়ার প্রতিষ্ঠানগুলো বিক্ষোভ সমাবেশ করেছে
রাজধানী আলবেনীতে। দাবী উঠেছে গভর্ণরের প্রস্তাব বাতিলের। এজন্য
চলছে জোর লবিং। সংশ্লিস্টরা বলছেন, গর্ভনর প্রস্তাব বাস্তবায়িত হলে ২
লক্ষাধিক ডিজএবলড ও বয়স্ক নিউইয়র্কবাসী সেবা প্রাপ্তির
ঝুঁকিতে পড়বেন। চাকুরী হারাবেন সেবাদানকারী লক্ষাধিক কর্মচারী।
উল্লেখ্য, নিউইয়র্কের হোম কেয়ার সার্ভিস নিয়ে ব্যাপক প্রতারণা
অভিযোগ উঠেছে। এই সব অভিযোগের প্রেক্ষিতে চলছে প্রশাসনিক
তদন্ত। উদ্ভুত পরিস্থিতিতে গভর্ণর ক্যাথি হোকুল ও নিউইয়র্ক ষ্টেট
অ্যাসেম্বলী স্পীকার কর্ল হেস্টি সম্প্রতি ৮ বিলিয়ন ডলারের
মেডিকেইট হোম কেয়ার কর্মসূচীর দূর্নীতি বন্ধে নতুন একটি
প্রস্তাব এনেছেন। নতুন প্রস্তাবে মেডিকেইড সেবা খাতকে একটি
প্রাইভেট প্রতিষ্ঠানের হাতে তুলে দেয়ার কথা বলা হয়েছে। যা
পরিচালিত হচ্ছে ষ্টেট নিয়ন্ত্রনাধীন ডিপার্টেমেন্ট অব হেলথ-এর
মাধ্যমে। হোম কেয়ার ব্যবসায়ীরা এই প্রস্বাবকে জনস্বার্থ বিরোধী
বলে আখ্যায়ীত করে প্রস্তাবটি বাতিলের দাবী জানিয়েছেন।
জানা যায়, জর্জিয়া রাজ্যের আটলান্টা ভিত্তিক পিপিএল ইনক নামক
একটি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সার্ভিস কোম্পানীকে এককভাবে
মেডিকেইড বিল করে সিডিপ্যাপ সেবা প্রতিষ্ঠানগুলোকে পে করার

অধিকার দেয়া হচ্ছে। প্রস্তাবটি বাস্তবায়িত হলে কোম্পানীটি
নিউইয়র্কেও ৭০০ হোম কেয়ার প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা পাবে।
গত ১১ এপ্রিল নিউইয়র্কের বহুল প্রচারিত নিউ ইয়র্ক পোষ্ট-এ
খবরটি প্রকাশিত হওয়ার পর ফুঁসে উঠে হোমকেয়ার ব্যবসায়ীরা।
ইতিপূর্বে পেনসেলভেনিয়া রাজ্যে এমন ধরনের ব্যবস্থা চালুর উদ্যোগ
নেয়া হয়েছিলো পিপিএল নামক একটি কোম্পানীর মাধ্যমে। কিন্তু
সেই উদ্যোগ সফল হয়নি।
এদিকে গভর্ণর ক্যাথি হোকুলের প্রস্তাবের প্রতিবাদে সাউথ এশিয়ান
সিডিপ্যাপ অর্গানাইজেশন, নিউইয়র্ক এর ব্যানারে রাজধানী
আলবেনীতে গত ১৭ এপ্রিল বুধবার সকালে গভর্ণনের অফিস ভবনে ও
লবিতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। এতে গোল্ডেজ এইজ হোম
কেয়ার-এর কর্নধার লায়ন শাহ নেওয়াজ, ইমিগ্র্যান্ড এলডার হোম কেয়ার-
এর কর্ণধার গিয়াস আহমেদ, আশা হোম কেয়ার ও আশা এডাল্ট কেয়ার-
এর চেয়ারম্যান আকাশ রহমান ছাড়াও ডিএইচ হোম কেয়ার, মার্কস
হোম কেয়ার, সারা হোম কেয়ার, দাদা হোম কেয়ার, ফ্রিডম হোম
কেয়ার প্রভৃতি প্রতিষ্ঠানের ২ শতাধিক প্রতিনিধি ও কর্মকর্তা-
কর্মচারীরা সমাবেশে যোগ দেন। সমাবেশকারীরা তাদেও দাবী দাওয়া
সম্বলিত ব্যানার, ফেস্টুন নিয়ে প্রতিবাদ জানান, শ্লোগান তুলেন
‘সিডিপ্যাপ ইজ অ্যাসেন্সিয়াল’। তারা বলেন যে কোন মূল্যে
প্রস্তাবটির বাস্তবায়ন প্রতিহত করা হবে।