NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

খবর পাঠালো ফিলিস্তিন


মো.খলিলুর রহমান: প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৫, ০১:৩৯ এএম

খবর পাঠালো ফিলিস্তিন


 

খবর পাঠালো ফিলিস্তিন
     - মো: খলিলুর রহমান


ইথার দিঘল পথ পাড়ি দিয়ে 

খবর পাঠালে ফিলিস্তিন,
ঐ জনপদে লোহিতের নদী
পবিত্র সেই প্রিয় জমিন।

দারভিশ নেই বহুদিন হলো
যার কলমের তরবারি,
টর্পেডো গতি চলতো সমুখে
আবেগের বারি সন্চারি।

আমি মুসাফির হৃদয় অন্দরে
পশি ভালোবাসা দ্যার্থহীন,
কলমে আমার দাও হে শকতি
শক্তিমান হে মহামহিম!

আবু নাদা নেই নেই নাফ্ফার
নেই আজ সেথা সাক্বা, করিম,
আলারিছ গেছে একই পথ ধরে
ওমর, জিহাদ, নূর-আল-দিন।

মুস্তাফা আজ নেই জনপদে
ইউসুফও আজ নেই সেথা,
শাহাদ, সাঈদ, সালীমের পথে
আক্বাদ গিয়েছে নয় বৃথা।

জাগো সৃজনের অমিত শকতি
জাগাও মানসে অনির্বাণ,
মানুষ কাঁদিছে শুনতে কি পাও
সযতনে পাতো ইথারে কান।

ফেরেশতা-বৎ শিশুর মিছিলে
মৃত্যুর হানা কী নির্মম!
মায়েরা মরিছে রাস্তার পরে
বাবারা বিলায় জীবনদাম।

মানবতা শ্লোক গায় কত লোক
মানবতা বুঝি ব্যর্থ আজ!
দাম্ভিক প্রেত হেসে কুটিকুটি
মাথায় যাদের মহান তাজ!

রক্ত নদীতে স্নান করে আর
বাকাওয়াজ বকে অর্থহীন,
চোখে দেখেনাকো কানা দজ্জাল
মনের পাড়ায় কতোটা হীন!

জাগো বিবেকের কড়া নাড়ো আজ
জাগাও মানুষ অমিত তেজ,
যেন পুড়ে যায় উহাদের ঘর
না থাকে ক্বচিত একটু রেশ।

মোরা আছি পাশে ভয় নেই ত্রাসে
কাঁধে কাঁধ রেখে সামনে যাই,
ফিলিস্তিনের নারী মোর বোন
শিশু ও পুরূষ আমার ভাই।