NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

চীনের প্রথম এআই ভিডিও ‘চীনা রূপকথার’ বিভিন্ন ভাষার সংস্করণ প্রকাশ


তুহিনা: প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৫, ০৮:১৮ এএম

চীনের প্রথম এআই ভিডিও ‘চীনা রূপকথার’ বিভিন্ন ভাষার সংস্করণ প্রকাশ

চায়না মিডিয়া গ্রুপ বা সিএমজি বুধবার বো’আও এশিয়া ফোরামে নতুন এআই ভিডিও’র প্রেমিয়ার আয়োজন করেছে। এতে এআই প্রযুক্তির মাধ্যমে চীনের অনেক রূপকথা ও প্রাচীন ক্লাসিক বই তুলে ধরা হয়। ২৬টি দেশের সাংবাদিক প্রেমিয়ারে অংশ নিয়েছে।

প্রেমিয়ারে চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক বা সিজিটিএনের তৈরি চীনের প্রথম এআই ভিডিও ‘চীনা রূপকথার’ বিভিন্ন ভাষার সংস্করণ প্রকাশিত হয়েছে। এই ভিডিও’র সব প্রক্রিয়া এআই প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছে।

অন্য একটি এআই ভিডিও ‘এআই’র মাধ্যমে প্রাচীন বই দেখাতে’ এআই প্রযুক্তির মাধ্যমে চীনের ইতিহাস, সংস্কৃতি, কৃষি, চিকিৎসা ইত্যাদি খাতের ক্লাসিক বই তুলে ধরা হয়।
আরেকটি এআই ভিডিও হল সিজিটিএন বিদেশি যুবকদের জন্য প্রকাশিত চীনের জনপ্রিয় রূপকথা ‘ন্য চা’র কিংবদন্তি’।

প্রেমিয়ারে সিএমজি’র উপ-সম্পাদক, সিজিটিএনের প্রধান সম্পাদক ফান ইয়ুন এআই ক্ষেত্রে সিএমজির বিভিন্ন চেষ্টা ও উদ্ভাবন তুলে ধরেছেন। সিএমজি সংবাদের সত্যতার নীতি মেনে চলার পূর্বশর্তে এআই প্রযুক্তি ব্যবহার করে উচ্চ মানের সাংস্কৃতিক কাজ তৈরি করবে।
সূত্র: তুহিনা, চায়না মিডিয়া গ্রুপ।