NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

দ্বিপক্ষীয় সম্পর্ককে মজবুত করতে চাই :ডমিনিকার প্রধানমন্ত্রী রুসেভেল্ট স্কেরিট


লিলি: প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৫, ০৪:২৮ পিএম

দ্বিপক্ষীয় সম্পর্ককে মজবুত করতে চাই  :ডমিনিকার প্রধানমন্ত্রী রুসেভেল্ট স্কেরিট

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ২৫ মার্চ বিকেলে মহাগণভবনে চীন সফররত ডমিনিকার প্রধানমন্ত্রী রুসেভেল্ট স্কেরিটের সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠককালে সি বলেছেন, ডমিনিকা ক্যারিবিয়ান অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ দেশ এবং এ অঞ্চলে চীনের বিশ্বস্ত ভালো বন্ধু ও অংশীদার। ২০ বছর আগে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে চীন ও ডোমিনিকা সর্বদা একে অপরকে সম্মান করেছে এবং সমতার ভিত্তিতে আচরণ করেছে। রাজনৈতিক পারস্পরিক বিশ্বাস ক্রমাগত বেড়েছে। বিভিন্ন ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতার বিকাশ ঘটেছে। জনগণের মধ্যে বন্ধুত্ব ক্রমেই গভীর হয়েছে। চীন-ডোমিনিকান সম্পর্ক দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার মডেল হয়ে উঠেছে। চীনের সঙ্গে ডোমিনিকান প্রজাতন্ত্রের অব্যাহত অটল বন্ধুত্বের প্রশংসা করে চীন। 

বিগত ২০ বছরে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের সফল অভিজ্ঞতা অনুযায়ী উন্নয়নকৌশল সংযুক্ত করা, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে উভয়ের-জয়ের সহযোগিতার চালিকাশক্তিতে পরিণত করতে ডোমিনিকান প্রজাতন্ত্রের সঙ্গে কাজ করতে চায় চীন।

জনাব সি বলেছেন, চীন ও ডমিনিকার সম্পর্কের সুষ্ঠু উন্নয়নের গুরুত্বপূর্ণ বিষয় হলো উচ্চ মানের পারস্পরিক রাজনৈতিক আস্থা, নিজস্ব কেন্দ্রীয় স্বার্থ ও উদ্বেগে একে অপরকে সমর্থন করা। চীন ডমিনিকার সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ বিনিময় করা এবং দেশ-শাসনের অভিজ্ঞতা বিনিময় করতে আগ্রহী। চীনে অধ্যয়নে ডমিনিকান তরুণ তরুণীদের স্বাগত জানায় বেইজিং।

বৈঠকে স্কেরিট বলেছেন, কূটনৈতিক সম্পর্কের ২০ বছরে ডমিনিকা ও চীনের সম্পর্ক বৈচিত্র্যময় হয়ে উঠেছে এবং সহযোগিতাও ফলপ্রসূ হয়েছে। মহান দেশ হিসেবে চীন দারিদ্র্যমোচনসহ নানা খাতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ডমিনিকা চীনের সঙ্গে কৌশলগত যোগাযোগ বাড়িয়ে জনমৈত্রী গভীরতর করা, সার্বিক সহযোগিতা বাড়ানো এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো উঁচুতে তুলতে চায়।
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।