NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

বৈদেশিক উন্মুক্ততা এগিয়ে নেওয়ার বিষয়ে ২০২৪ সালের অধিবেশনে দৃষ্টি থাকবে


লিলি: প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৫, ০৪:৩০ পিএম

বৈদেশিক উন্মুক্ততা এগিয়ে নেওয়ার বিষয়ে ২০২৪ সালের অধিবেশনে দৃষ্টি থাকবে

 


২০২৪ সালে চীনের দুই অধিবেশন দ্রুত উদ্বোধন হবে। চলতি বছর হলো গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী এবং চতুর্দশ পাঁচশালা পরিকল্পনা বাস্তবায়নের গুরুত্বপূর্ণ বছর। 

২০২৪ সালে চীনের দুই অধিবেশনে কী কী বিষয়ের ওপর গুরুত্বারোপ করা হবে? 
বর্তমানে চীনের অর্থনীতির ভালো দিকে এগোনোর মৌলিক প্রবণতা পরিবর্তিত হয়নি, তবে কোনো কোনো শিল্পে উৎপাদন ক্ষমতা অতিরিক্ত হওয়াসহ নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। তাই চলতি বছর চীন কীভাবে অর্থনীতির নির্মাণের ওপর গুরুত্বারোপ করবে এবং উন্নয়নের লক্ষ্য নির্ধারণ করবে তার উপর সবার নজরে থাকবে।

চীনের জাতীয় ঐক্যবদ্ধ বাজার নির্মাণের কাজ দ্রুততর করা, ব্যক্তিগত শিল্পপ্রতিষ্ঠানের ব্যবসার পরিবেশকে আরও অপ্টিমাইজ করা, রাষ্ট্রীয় মালিকানাধীন এন্টারপ্রাইজের সংস্কার গভীর ও উন্নত করা এবং আর্থিক ব্যবস্থার সংস্কার বাস্তবায়ন করা উচিৎ । চলতি বছর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রের সংস্কার সম্পন্ন করা, ২০২৪ সালে চীনের দুই অধিবেশনে দৃষ্টি রাখার কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। 

আরো ভালোভাবে মানুষের জীবন-জীবিকার নিরাপত্তা নিশ্চিত করা হলো চলতি বছর দুই অধিবেশনের আরেকটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। তাছাড়া, আরো ভালো শিক্ষা এবং আরো সুবিধাজনক চিকিউসা প্রদান দুই অধিবেশনের আলোচ্য বিষয় হবে।

কীভাবে আরো উচ্চমানের বৈদেশিক উন্মুক্ততা এগিয়ে নেওয়া যাবে, তার ওপরও দৃষ্টি রাখা হবে চীনের দুই অধিবেশনে। সাম্প্রতিকালে ধারাবাহিক নীতি ও ব্যবস্থা দৃঢ়ভাবে উচ্চ মানের উন্মুক্ততা সম্প্রসারণ করার স্পষ্ট সংকেত দিয়েছে। বিদেশি নাগরিকদের চীনে আসার জন্য ৫টি সুবিধাজনক নীতি চালু হয়েছে। নিজের উন্মুক্ততার মান বাড়ানোর সঙ্গে সঙ্গে বৈশ্বিক আর্থনীতি ও বিভিন্ন দেশের উন্নয়নে পারস্পরিক কল্যাণকর নতুন সুযোগ সৃষ্টি করবে চীন। 
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।