NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

চীন ডব্লিউটিও’র সংস্কারে সম্পূর্ণ ও গভীরভাবে অংশগ্রহণ করবে


আন্তর্জাতিক প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৫, ০৪:২৮ পিএম

চীন  ডব্লিউটিও’র সংস্কারে সম্পূর্ণ ও গভীরভাবে অংশগ্রহণ করবে

বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডব্লিউটিও’র মন্ত্রীপর্যায়ের ১৩তম সম্মেলন ২৬ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত হয়েছে। চীনা প্রতিনিধিদল পুরো আলোচনা প্রক্রিয়ায় অংশ নিয়েছে এবং সম্মেলনকে ফলপ্রসু করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন পক্ষ ও আয়োজক সংযুক্ত আরব আমিরাত চীনের অবদানের উচ্চ প্রশংসা করেছে।

নিবিড় আলোচনার পর সম্মেলনে ‘আবুধাবি মন্ত্রীপর্যায়ের ঘোষণা’ প্রকাশ করা হয়, যেখানে সদস্যরা বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থাকে শক্তিশালী করা এবং ডব্লিউটিও’র সংস্কার অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। তাছাড়া ‘উন্নয়ন এগিয়ে নিতে বিনিয়োগ সুবিধা চুক্তি’, ‘বিরোধ সমাধানের পদ্ধতি সংস্কারের মন্ত্রী পর্যায়ের সিদ্ধান্ত’, ‘ই-কমার্স পরিকল্পনা’, ইত্যাদি ফলাফল অর্জন করেছে।

এবারের সম্মেলন বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা বাড়িয়েছে এবং বিশ্ব বাণিজ্য ও বিনিয়োগের উদারীকরণ ও সহজীকরণ ব্যবস্থা উন্নত করার জন্য শক্তিশালী চালিকাশক্তি যুগিয়েছে। চীন সক্রিয়ভাবে সম্মেলনের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে, ডব্লিউটিও’র সংস্কারে সম্পূর্ণ ও গভীরভাবে অংশগ্রহণ করবে, উন্নয়নশীল সদস্য দেশগুলোর বৈধ অধিকার ও স্বার্থ রক্ষা করবে। আন্তর্জাতিক অর্থনৈতিক ও বাণিজ্যিক নিয়ম প্রণয়নে এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিচালনার জন্য জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে অবদান রাখবে চীন।
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।