NYC Sightseeing Pass
Logo
logo

এপেক্স ক্লাব অব চট্টগ্রামের ৫৯তম পালাবদল২০২৪ সম্পন্ন


খবর   প্রকাশিত:  ০২ মে, ২০২৫, ০৫:৪৪ এএম

এপেক্স ক্লাব অব চট্টগ্রামের ৫৯তম পালাবদল২০২৪ সম্পন্ন

 

যুবরাজ চৌধুরী

চট্টগ্রাম থেকে ৪ মার্চ ২০২৪ আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স বাংলাদেশের দ্বিতীয় ক্লাব, ঐতিহ্যবাহী এপেক্স ক্লাব অব চিটাগাং এর ৫৯ তম পালাবদল অনুষ্ঠান " বীরচট্টলাপেক্স" গত ২ মার্চ ২০২৪ চট্টগ্রামের আগ্রাবাদস্থ দ্যা কপার সিমনির হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিকতায় ২১শে পদক প্রাপ্ত গুনিজন দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক জনাব এম এ মালেক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপে: এনামুল হক মিলন, জাতীয় সহ সভাপতি এপে: মনিরুল ইসলাম মনির, সদ্য অতীত জাতীয় সভাপতি এপে: মাহমুদুল হক সাবু। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এপে: মহিউদ্দিন শাহ আলম নিপু, বীর মুক্তিযোদ্ধা ডা: জবিউল হোসেন, এপে: ইয়াসিন চৌধুরী এবং ডা: মজিবুর রহমান। উক্ত পালাবদল অনুষ্ঠানে ২০২৪ বর্ষের ক্লাব বোর্ড ক্লাব প্রেসিডেন্ট এপে: এস এম আশরাফ উদ্দীনের নেতৃত্বে তাদের নিজ নিজ দায়িত্বের শপথ পাঠ করেন। কন্ডাক্ট পার্সন হিসেবে এপে: জামাল হোসেন, ডিজি- ০৩ ক্লাব বোর্ডের শপথ পরিচালনা করেন। অনুষ্ঠানে এপেক্স ক্লাব অব চট্টগ্রাম সার্ভিস ডিরেক্টর জাকারিয়া চৌধুরী যুবরাজের নেতৃত্বে ক্লাবের স্থায়ী প্রকল্প মাদারবাড়ী হাফেজিয়া এতিমখানার ছাত্রদের জন্য ক্লিনিং সামগ্রী প্রদান করা হয়। পালাবদল অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন ক্লাবের এল জি, এল এম, পি ডি জি সহ চট্টগ্রাম জেলা -৩ এর সুনামধন্য অতিত, বর্তমান এপেক্সিয়ান উপস্থিতে মুখরিত ছিলো পুরো হল রুম।মনে হয়েছে নবিন - প্রবীণ এপেক্সিয়ানদের মিলন মেলা।এপেক্স ক্লাব অব চিটাগং প্রেসিডেন্ট এপে: এস এম আশরাফ উদ্দীন বলেন আমাদের এই মহতি আয়োজন সুন্দর ও প্রাণবন্ত করার জন্য আপনারা সহযোগিতা করে,অসাধারন পারামর্শ দিয়ে সর্বোপরি আপনারা সকলে উপস্থিত থেকে,অনেকেই গুরুত্বপূর্ণ কাজ থাকায় উপস্থিত থাকতে না পারলেও টেলিফোনে পালাবদল অনুষ্ঠানের খোঁজ খবর নিয়েছেন আমরা সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। ক্লাব প্রেসিডেন্ট আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বর্তমানে ক্লাবের বোর্ড মেম্বার যারা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর আয়োজনকে সফল করেছেন তাদের প্রতি।পরিশেষে সবাইকে অভিনন্দন এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন। জয় হোক মানবতার। জয় হোক এপেক্স আন্দোলনের।