খবর প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৫, ১০:০৩ পিএম
বাসন্তী কিছু স্বপ্ন
- জাকিয়া রহমান
আমার শিথানে নৃত্যরতা,
আধো ঘুম আধো হালকা ছায়ায়-
বাসন্তী কিছু স্বপ্ন যেন
খেলে মধুময় উচ্ছলতায়।
খুনসুটি যত আমার সাথে-
নয়নে আমার জুড়ে দিতে চায়,
ধরাকে নতুন করে দেখার
অনিন্দ্য ইচ্ছায়, মন আকুলায়।
যেখানে নেই কোন বিনিময়,
শুধু স্বপ্নের হাত ধরে শুধায়
চল, ডুবি ভালো লাগার সায়রে
অবগাহি নতুন ভরসায়।
ছুঁড়ে ফেলে ভ্রমের জঞ্জাল আর
কোপিত রোষ- মোহিত মন,
বাসন্তী স্বপ্নের আবাহনে,
আবিষ্ট হতে চায় অনুক্ষণ।