খবর প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৫, ০২:৩৫ পিএম
চলতি বছরের প্রথম সাত মাসে সিনচিয়াংয়ের আমদানি-রফতানির মোট অর্থমূল্য ছিল ১১৫.৪৭ বিলিয়ন ইউয়ান, যা গত বছরের একই সময়ের চেয়ে ৩৮.১ শতাংশ বেশি। উরুমচির কাস্টমস এ তথ্য জানিয়েছে।
কাস্টমস জানায়, বছরের প্রথম সাত মাসে সিনচিয়াংয়ের কাশগর, আকসুসহ দক্ষিণাঞ্চলের বৈদেশিক বাণিজ্য অনেক বেড়েছে। এসময় দক্ষিণাঞ্চলের আমদানি-রফতানি গত বছরের একই সময়ের চেয়ে যথাক্রমে ৫৫.৬ শতাংশ ও ৮৩.৫শতাংশ বেড়েছে।
এদিকে, প্রথম সাত মাসে সিনচিয়াংয়ের সাথে ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগ সংশ্লিষ্ট দেশসমূহ এবং আরসিইপি সদস্যদেশগুলোর আমদানি-রফতানি ছিল যথাক্রমে ১০৫.১২ বিলিয়ন ইউয়ান ও ৬.৩ বিলিয়ন ইউয়ান, যা গত বছরের একই সময়ের চেয়ে যথাক্রমে ৪৪.১শতাংশ ও ২০.৪শতাংশ বেশি।
কাস্টমস আরও জানায়, চলতি বছরের প্রথম সাত মাসে পাইপলাইন, রেলপথ, ও সড়কপথে সিনচিয়াংয়ের আমদানি-রফতানির মোট পরিমাণ ছিল যথাক্রমে ২৪৬২৪ হাজার টন, ১১৩১৫ হাজার টন, ও ২৯৫৩ হাজার টন।
সূত্র: আকাশ, চায়না মিডিয়া গ্রুপ