NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

নতুন আলো আবার আসুক - জাকিয়া রহমান


খবর   প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৫, ০৮:২০ এএম

নতুন আলো আবার আসুক  - জাকিয়া রহমান

 

নতুন আলো আবার আসুক

- জাকিয়া রহমান 

 

আলো আসুক! আলো আসুক! 

যেমন, সূর্যের তিক্ষন রশ্মির ঝলকানি 

সুখের উত্তাপ টেনে ভরে দেয় চারদিক-  

শুষে নেয় দুখ, যাতনা-ভ্রমের কৃষ্ণ দহন     

আলোর উত্তপ্ত হাতের ছোঁয়া মুছে দিক  

বিভ্রান্ত বিশ্লেষণের ক্লেদ আর বোঝাপড়ার লেনদেন!   

 

 

আলো আসুক! আলোর উত্তাপে গলে গলে হোক বাষ্পিত,  

ব্যর্থতার দীর্ঘশ্বাসে নিপীড়নের বেদনা নীল নহর 

আনুক সে শোধিত জলকণা হাহুতাসে সিক্ততা!    

চারদিক আলো ঝলকানি ভরিয়ে দিক- 

গাছের পাতার ফাঁকে ফাঁকে যেমন সূর্য উঁকি দিয়ে,  

অন্ধকার যত কোণ ভরিয়ে তোলে আলোয়  

তেমনি করে উঠুক সূর্য!  

 

 

উঠুক সূর্য আবার ঘুচিয়ে দিতে, ফেলে আসা রাতের আঁধার   

আসুক সবার জীবনে নতুন আলো!  

ধুয়ে মুছে যাক ব্যর্থ আস্ফালনের উদ্ধত মুখে অগ্ন্যুদগার!  

মিথ্যা গরিমায় গড়ে তোলা পর্বত হয়ে যাক সমতল, 

সবার অধিকারের সম্মান দিতে- 

কঠিন হৃদয়ে আলোর বন্যা আসুক বারংবার!  

আলোয় ভরে উঠুক! 

নতুন আলো ছড়িয়ে দিক আশা, অশান্তির কোটোরে কোটরে