Abdur Razzak প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৫, ০২:৩২ পিএম
এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :
বগুড়ার গাবতলীতে পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও ফোকাস সোসাইটির যৌথ উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে মোট ১ লাখ ৯৮ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার ফোকাস সোসাইটির কার্যালয়ে এই চেক আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়। ফোকাস সোসাইটির নির্বাহী পরিচালক মনিরুল ইসলাম মিলনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান অধ্যাপক (অব:) সৈয়দজ্জামান, সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম মিঠু, সিনিয়র উপ-পরিচালক আব্দুল করিম আকন্দ, সিনিয়র প্রোগ্রাম কো-অর্ডিনেটর লিপন হোসেন, কো-অর্ডিনেটর (অডিট এন্ড ট্রেনিং) অপূর্ব মোহন তালুকদার, উপ-সমন্বয়কারী শফিকুল আলম, সহ-সমন্বয়কারী শামীম হোসেন, সিনিয়র ব্যবস্থাপক (আইটি) সুমন মিয়াসহ সংস্থার অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ। শেষে পিকেএসএফ এর উদ্যোগে ১৩ জন এবং ফোকাস সোসাইটির উদ্যোগে ৭ জন মোট ২০ জন গরীব ও অসচ্ছল ছাত্র-ছাত্রীদের মাঝে ১ লাখ ৯৮ হাজার টাকার চেক বিতরণ করা হয়।