Abdur Razzak প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৫, ০২:৩৭ পিএম
এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :
১৮ আগস্ট ২০২২ বৃহস্পতিবার।
রক্তদান একটি মানবিক দায়বদ্ধতা, সামাজিক অঙ্গীকার। যিনি যে পেশাই থাকুন না কেন সমাজের জন্যে তার কিছু না কিছু করার আছে ১ ব্যাগ রক্তদানের মাধ্যমেও তিনি পালন করতে পারেন সামাজিক অঙ্গীকার। রক্তদান করা কল্যাণমূলক কাজের মধ্যে শ্রেষ্ঠ কাজ।
ক্ষেতলাল উপজেলার পাঠানপাড়া বাজার স্বেচ্ছায় রক্তদান সংগঠনের উদ্দ্যেগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রাহাতুল হাবিব রাহাতের সভাপতিত্বে উক্ত ক্যাম্পেইনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বড়তারা ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ বোরহান উদ্দিন ও ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের মেডিকেল অফিসার ডাঃ ফরহাদ হোসেন।
অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন-
বিশিষ্ট সমাজসেবক ও কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য সভাপতি জনাব মোঃ রায়হান আলম।
প্রায় ৩ শতাধিক ছাত্র-ছাত্রীর ব্লাড গ্রুপিং করা হয়।