NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

কালো কাপড়ে ঢেকে দেওয়া হয়েছে টিএসসিতে ‘রাজু ভাস্কর্য’


খবর   প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৫, ০৯:২১ এএম

কালো কাপড়ে ঢেকে দেওয়া হয়েছে টিএসসিতে  ‘রাজু ভাস্কর্য’

 ছাত্র ইউনিয়নের নেতা–কর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ তুলে ‘সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য’ কালো কাপড়ে ঢেকে দিয়েছে ছাত্রলীগ। তবে ছাত্রলীগের নেতাদের দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘সাধারণ শিক্ষার্থীরা’ প্রতিবাদ হিসেবে এটা করেছেন। মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে ভাস্কর্যটি কালো কাপড়ে ঢেকে দেওয়া হয়।   জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কয়েকজন যুবক এসে প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত মেট্রোরেলের উদ্বোধনী সাইনবোর্ড ভাঙা শুরু করে। অন্য একদল ব্যানারে আগুন ধরানোর চেষ্টা করে। এ সময় টিএসসিতে অবস্থান করা ছাত্রলীগের নেতা-কর্মীরা এসে তাদের ওপর হামলা চালায়। এ সময় তারা ব্যানারে আগুন লাগাতে না পারলেও ব্যানার অনেকাংশে ভাঙতে সফল হয়। একপর্যায়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে পেরে উঠতে না পেরে তারা চারুকলার দিকে চলে যায়।  এদিন রাতেই রাজু ভাস্কর্য কালো কাপড়ে ঢেকে দেওয়ার পাশাপাশি ভাস্কর্যের ওপর একটি ব্যানারও সাঁটিয়ে দেওয়া হয়েছে। তাতে লেখা রয়েছে ‘সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে ছাত্র ইউনিয়নের সন্ত্রাসী কার্যক্রম’।  

এ বিষয়ে ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি রাগীব নাঈম গণমাধ্যমকে বলেন, ছাত্রলীগ দীর্ঘদিন ধরে রাজু ভাস্কর্যের সামনে এই সাইনবোর্ড লাগিয়ে রেখেছে। ফলে রাজু ভাস্কর্যের মূল ভাস্কর্যও ঢেকে ছিল। এটা নিয়ে আমরা ছাত্রলীগের নেতাদের সঙ্গে কথা বললেও তারা সরানোর ব্যবস্থা করেনি। আজ সন্ধ্যায় রাজু ভাস্কর্যের সামনে আমাদের একটি প্রোগ্রাম ছিল। এখন পেছনে ছাত্রলীগের সাইনবোর্ড রেখে আমাদের প্রোগ্রাম চালানো সম্ভব নয়। তাই আমাদের নেতা-কর্মীরা সেটা সরানোর চেষ্টা করলে ছাত্রলীগের নেতা-কর্মীরা আমাদের ওপর হামলা করে। ছাত্রলীগ নেতা-কর্মীদের হামলায় প্রায় ৩০ নেতা-কর্মী আহত হয়েছেন।  এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবেগ অনুভূতির আরেকটি নাম দেশরত্ন শেখ হাসিনা। মেট্রোরেলের টিএসসি স্টেশন উদ্বোধন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে  শেখ হাসিনার ছবি সম্বলিত স্থাপনাটি ভাঙচুর করেছে এবং আগুন লাগিয়ে দেওয়া হয়। বাম ছাত্র সংগঠনের নেতা কর্মীদের এই ন্যাক্কারজনক হামলার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করেছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর দাঁতভাঙ্গা জবাব দিবে। প্রতিবাদ নয় এবার প্রতিরোধ হবে। শেখ হাসিনার প্রশ্নে আপষ করবে না শিক্ষার্থীরা। ছাত্র ইউনিয়নের ‘সন্ত্রাসী কার্যকলাপে’ শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়েছেন।  উল্লেখ্য, ১৯৯২ সালে ছাত্রদল ও ছাত্রলীগের নেতা–কর্মীদের সংঘর্ষের মধ্যে সন্ত্রাসের বিরুদ্ধে টিএসসি এলাকায় মিছিল বের করেছিলেন গণতান্ত্রিক ছাত্র ঐক্যের একদল নেতাকর্মী। ওই মিছিলে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছিলেন সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের ছাত্র এবং ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নেতা মঈন হোসেন রাজু। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে টিএসসিতে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য গড়ে তোলা হয়। বিভিন্ন উৎসব ছাড়াও যেকোনো জাতীয় অর্জন উদ্‌যাপনে রাজু ভাস্কর্যের সামনে সমবেত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।