NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

বৈশ্বিক উন্নয়ন ও নিরাপত্তা উদ্যোগ বাস্তবায়ন করতে বেলারুশের সাথে কাজ করতে ইচ্ছুক চীন : সি চিন পিং


স্বর্ণা: প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৫, ০৬:৪২ পিএম

বৈশ্বিক উন্নয়ন ও নিরাপত্তা উদ্যোগ বাস্তবায়ন করতে বেলারুশের সাথে কাজ করতে ইচ্ছুক চীন : সি চিন পিং

৪ ঠা ডিসেম্বর সোমবার চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বেইজিংয়ে বেলারুশের সফররত প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে এক বৈঠকে মিলিত হন। 

বৈঠকে সি চিন পিং বলেন, তার দেশ সর্বদা বেলারুশের সাথে সম্পর্ককে কৌশলগত ও দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে দেখে; বেলারুশকে তার জাতীয় অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ উন্নয়নের পথ বেছে নিতে দৃঢ়ভাবে সমর্থন করে এবং বেলারুশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপকারী বহিরাগত শক্তির বিরোধিতা করে। 

সি চিন পিং জোর দিয়ে বলেন, দশ বছর আগে তিনি "বেল্ট অ্যান্ড রোড" উদ্যোগ প্রস্তাব করেন এবং এখন পর্যন্ত ১৫০টিরও বেশি দেশ এ উদ্যোগে সামিল হয়েছে। কিছুদিন আগে তিনি "বেল্ট অ্যান্ড রোড" উদ্যোগের উচ্চ-মানের বাস্তবায়নের স্বার্থে আট-দফা পদক্ষেপের কথা বলেন এবং বেলারুশকে এতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে আহ্বান জানান। 

প্রেসিডেন্ট সি বলেন, উভয় পক্ষের উচিত চীন-বেলারুশ শিল্প পার্কের মতো প্রকল্প বাস্তবায়ন করা এবং আরও ফলাফল অর্জনের জন্য চীন-বেলারুশ শিল্প সহযোগিতার প্রচার করা; উভয় পক্ষেরই উচিত আন্তঃসীমান্ত পরিবহনব্যবস্থা উন্নত করা এবং অর্থনৈতিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক খাতে বিনিময় বাড়ানো। 
তিনি বলেন, চীন ও বেলারুশ বৈশ্বিক শাসনব্যবস্থার সংস্কার ও নির্মাণে অংশগ্রহণকারী গুরুত্বপূর্ণ শক্তি। চীন জাতিসংঘ ও শাংহাই সহযোগিতা সংস্থার মতো বহুপাক্ষিক ব্যবস্থার মধ্যে সমন্বয় ও সহযোগিতা জোরদার করতে, বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ, বৈশ্বিক নিরাপত্তা উদ্যোগ, এবং বিশ্ব সভ্যতা উদ্যোগ বাস্তবায়ন করতে, এবং মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলার জন্য বেলারুশের সাথে কাজ করতে ইচ্ছুক।  

জবাবে লুকাশেঙ্কো বলেন, তার দেশ চীনের সাথে অটলভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করবে; উচ্চ-স্তরের আদান-প্রদান জোরদার করবে; পারস্পরিক কল্যাণকর সহযোগিতা আরও গভীর করবে; এবং বেলারুশ-চীন সর্বজনীন সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কের বিকাশ ঘটাবে। 
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।