NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
Logo
logo
যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীরা ঘরে বসে দেশে অর্থ প্রেরণ করতে পারবেন

চালু হলো ‘সোনালী এক্সচেঞ্জ মোবাইল অ্যাপ’


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ২৯ এপ্রিল, ২০২৫, ০৫:৫৮ পিএম

চালু হলো ‘সোনালী এক্সচেঞ্জ মোবাইল অ্যাপ’

নিউইয়র্ক (ইউএনএ): যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীরা যাতে সহজেই
ঘরে বসে দেশে অর্থ প্রেরণ করতে পারেন তার জন্য কর্তৃপক্ষ নিজস্ব
‘সোনালী এক্সচেঞ্জ মোবাইল অ্যাপ’ করলো। মঙ্গলবার নিউইয়র্ক ও ঢাকায়
আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর
রউফ তালুকদার প্রধান অতিথি অতিথি হিসেবে উপস্থিত থেকে
‘সোনালী এক্সচেঞ্জ মোবাইল অ্যাপ’-এর উদ্বোধন করেন। এরপর
নিউইয়র্ক থেকে রিজওয়ানা নামের এক গ্রাহক তার মোবাইলের মাধ্যমে
প্রিয়জনের কাছে অ্যাপ ব্যবহার করে অর্থ প্রেরণ করেন। উল্লেখ্য,
সোনালী ব্যাংক-এর সাবসিডিয়ারী প্রতিষ্ঠান সোনালী এক্সচেঞ্জ ইনক।
১৯৯৪ সালে এই এক্সচেঞ্জ চালু করা হয়। বর্তানে নিউইয়র্ক সহ
যুক্তরাষ্ট্রের ৬টি রাজ্যের ১০টি শাখার মাধ্যমে সোনালী এক্সচেঞ্জ ইনক তার
কার্যক্রম পরিচালনা করে আসছে।
ঢাকার অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রনালয়ের আর্থিক
প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলিমুল্লাহ, অর্থ বিভাগের
সচিব ড. মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার। এছাড়াও অষ্ট্রেলিয়ায়
অবস্থানরত সোনালী ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী
ভার্চ্যুয়ারী যোগ দেন এবং বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অতিথিবৃন্ধ ছাড়াও
শুভেচ্ছা বক্তব্য রাখেন ‘সোনালী এক্সচেঞ্জ ইনক’র প্রেসিডেন্ট ও সিইও
দেবশ্রী মিত্র। 
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সোনালী ব্যাংক
স্টাফ কোয়ার্টার জামে মসজিদের ইমাম ও খতিব কাজী মইনুল হক এবং
গীতা থেকে পাঠ করেন প্রিন্সিপ্যাল অফিসার প্রণব কুমার ঘোষ। এরপর
অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়ার পর স্বাগত বক্তব্য রাখেন

সোনালী ব্যাংকের সিইও এবং ব্যববস্থাপনা পরিচালক মোহাম্মদ আফজাল
করীম।
গভর্নর আব্দুর রউফ তালুকদার বক্তব্যে বলেন, সোনালী ব্যাংক প্রবাসীদের
সুবিধার্থে সোনালী এক্সচেঞ্জ’র নিজস্ব অ্যাপ চালু করে দেশের
ডিজিটাল আর স্মার্ট বাংলাদেশ গড়তে নতুন দিগন্তের পথ রচনা করলো।
তিনি বলেন, সকল ব্যাংকের এমডি’র প্রতি আমার আহŸান ছিলো
সকল ব্যাংক যেনো অ্যাপ চালু করে। সেক্ষেত্রে সোনালী ব্যাংক প্রথম
উদ্যোগ নিলো। গর্ভণর বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আগামীর যুগ
ডিজিটাল যুগ। তাই আমাদেরকে ডিজিটাল ব্যাংকের দিকেই নজর
দিতে হবে। ২টি ডিজিটাল ব্যাংকের অনুমোদন দেয়া হয়েছে। আরো
কয়েকটি ডিজিটাল ব্যাংক অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তিনি
দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বৈধ পথে অর্থ প্রেরণ করার জন্য প্রবাসীদের
প্রতি আহŸান জানান।
স্বাগত বক্তব্যে মোহাম্মদ আফজাল করীম সোনালী ব্যাংকের বিভিন্ন
কর্মকান্ড ও দেশের আর্থিক অবস্থা সংক্ষেপে তুলে ধরে বলেন ব্যাংকের
১৮টি শাখা-কে মডেল শাখায় পরিণত করা হয়েছে। অবশিষ্ট শাখাগুলো
মডেল শাখায় পরিণত করার প্রক্রিয়া চলছে। তিনি বলেন, প্রবাসী
বাংলাদেশীরা যাতে সহজেই অর্থ প্রেরণের জন্য প্রধানমন্ত্রী শেখ
হাসিনা সরকার প্রতিশ্রæত স্মার্ট বাংলাদেশের অংশ হিসেবে
সোনালী এক্সচেঞ্জ ইনক’র নিজস্ব মোবাইল অ্যাপ উদ্বোধন করা হলো।
তিনি বলেন, এই অ্যাপ চালুর মাধ্যমে সোনালী ব্যাংক ২০৪১ সালের
স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় আরো এক ধাপ এগিয়ে গেলো এবং এই
অ্যাপ ব্যবহার করে কোন ফি ছাড়াই গ্রাহকরা সহজেই বাংলাদেশে অর্থ
প্রেরণ করতে পারবেন। তিনি জানান, অ্যাপ ব্যহারের সুবিধার্থে দেশে
দেড় লক্ষাধিক মোবাইল অ্যাপ একাউন্ট খোলা হয়েছে। এছাড়াও কোন
সমস্যা হলে কল সেন্টারে সরাসরি ফোন করে সমাধান জানা যাবে।
ঢাকার অনুষ্ঠানে সোনালী ব্যাংকের পরিচালকবৃন্দ ছাড়াও বিভিন্ন
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অপরদিকে নিউইয়র্কের জ্যামাইকার হিলসাইড এভিনিউস্থ খলিল খলিল
বিরিয়ানী পার্টি হলে আয়োজিত অনুষ্ঠানে সাপ্তাহিক বাংলাদেশ
সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী ও
জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রধান উপদেষ্টা এবিএম
ওসমান গণি, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি নর্গিস
আহমেদ, সাপ্তাহিক বাংলাদেশ প্রতিদিন-এর নির্বাহী সম্পাদক লাবলু
আনসার, সাপ্তাহিক হককথা সম্পাদক সালাহউদ্দিন আহমেদ, প্রবাস

নিউজ.কম-এর সম্পাদক শামীম আহমেদ, খলিল বিরিয়ানী হাউজের
কর্ণধার মোহাম্মদ খলিলুর রহমান, ইউএসবিসিসিআই’র প্রতিষ্ঠাতা
সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ লিটন আহমেদ
ছাড়াও সোনালী এক্সচেঞ্জের বিভিন্ন শাখার ম্যানেজার ও কর্মকর্তারা
উপস্থিত ছিলেন।যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীরা ঘরে বসে দেশে অর্থ প্রেরণ করতে পারবেন