NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

উথলীতে সময়ের সমীকরণ পত্রিকার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


মোহাম্মদ আবদুল্লাহ প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৫, ১০:১৩ এএম

উথলীতে সময়ের সমীকরণ পত্রিকার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

 

চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত পাঠকের জনপ্রিয়  দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার ৮ম তম  প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে উথলী প্রেসক্লাবে কোরআন তেলাওয়াত ও আলোচনা সভা শেষে  পত্রিকার ৮ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটা হয়।

সময়ের সমীকরণের উথলী প্রতিবেদক রাসেল হোসেন মুন্নার সভাপতিত্বে   অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সময়ের সমীকরণের জীবননগর ব্যুরো প্রধান জি এ জাহিদুল ইসলাম জাহিদ বাবু, উথলী প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ, জীবননগর প্রেস ক্লাবের নির্বাহী সদস্য সালাউদ্দীন কাজল, কালের কণ্ঠ পত্রিকার জীবননগর প্রতিনিধি জহিরুল ইসলাম এবং উথলী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল মান্নান পিল্টু, উথলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান টু মোঃ জাহাঙ্গীর আলম । 

উথলী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুর রহমান নয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সময়ের সমীকরণ সহকারী ডেস্ক ইনচার্জ রিপনুল হাসান, উথলী ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান লুতু, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, সকালের সময়ের জীবননগর প্রতিনিধি এম আই মুকুল, জীবননগর সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মুতাছিন বিল্লাহ, সময়ের সমীকরণের আন্দুলবাড়ীয়া প্রতিনিধি জাহিদুল ইসলাম মামুন, উথলী প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এ আর ডাবলু, সাংগঠনিক সম্পাদক হাসান আহম্মেদ, প্রচার সম্পাদক এম এইচ সম্রাট, দপ্তর সম্পাদক আবু বক্কর,কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, নির্বাহী সদস্য আহম্মেদ সগীর, জীবননগর সাংবাদিক সমিতির সদস্য শাকিল মাহমুদ, চুয়াডাঙ্গা পরিবার ব্লাড ব্যাংকের সাধারণ সম্পাদক নাঈমুর রহমান খান প্রমুখ।

জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান শেষে আয়োজক রাসেল হোসেন মুন্না পত্রিকার জন্য সকলের  কাছে দোয়া চাই ও আমি যেন এই পত্রিকায় সুনামের সাথে পথ চলতে পারি আর আপনাদের মাঝে এমন অনুষ্ঠান প্রতি বছরে করতে পারি এই কামনা করে অনুষ্ঠান পরিসমাপ্তি ঘটে।