NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

ভুলন্ঠিত মানবতা--- আবিদ রহমান


খবর   প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৫, ০৮:০৫ এএম

ভুলন্ঠিত মানবতা--- আবিদ রহমান

 

 

পৃথিবীর একটি হৃদপিন্ড আছে।

আছে ডান অলিন্দ ।

বাম অলিন্দ ।

আছে ক্রোধ আছে ভালবাসা ।

কান পেতে শুনতে পাই মৃদু স্পন্দন।

যখন স্তব্ধ হয়ে যায় হৃদস্পন্দন ।

পৃথিবী তোমাকে ধারণ করে অনন্ত অসীম হৃদয় গহ্বরে।

মানবের অসহ্য যন্ত্রনা নীরব করে দেয় কর্ণকুহর ।

সিক্ত করে ভালবাসায় অনন্তকাল।

যত উপেক্ষা নিরবে সয়ে বুকে তুলে নেয় জীবনের শেষ প্রান্তে ।

আজ ধরিত্রীর বুকে চলছে মানবসভ্যতার ইতিহাসে নৃশংস হত্যাযজ্ঞ।

সময়ের যাত্রায় ক্রোধে ভারী হয়ে আসছে পৃথিবীর হৃদয়স্পন্দন ।

সময়ের আবর্তনে প্রতিশোধ নিতে ভোলে না পৃথিবী। সুতরাং সাধু সাবধান ,

ঊগ্রে দেবার অপেক্ষায় জমে থাকা যত ক্রোধ।