NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

ঐ ছুটে যায় মেট্রোরেল ! --শিব্বীর আহমেদ


খবর   প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৫, ০৮:৪১ এএম

ঐ ছুটে যায় মেট্রোরেল !    --শিব্বীর আহমেদ

ঐ ছুটে যায় মেট্রোরেল!
শিব্বীর আহমেদ

রোদ বৃষ্টি গরমে
ভ্রমণ হবে কী আরামে!
দুলতে দুলতে শুনব গান
জুড়িয়ে যাবে মন ও প্রাণ।

যানজট আর ধুলোবালি
দেখবোনা আর খোঁড়াখুঁড়ি
এসিতে বসে বাতাশ খাবো
মনে বড়ই শান্তি পাবো।

বাঁচবে সময়, কমবে দুর্ভোগ
দূষণমুক্ত পরিবেশবান্ধব
ময়লাগন্ধ থাকবেনা
অপরিচ্ছন্ন দেশ রাখবোনা।

উন্নয়নের বাংলাদেশ
বদলে যাওয়া স্মার্ট বাংলাদেশ
গো ফরোয়ার্ড বাংলাদেশ
অবাক, বিশ্ব দেখে বাংলাদেশ!

নিয়ম মানবো করব যতন
কী অপরূপ ঢাকা শহর
দেখতে দেখতে যাদুর শহর
গন্তব্যে যাবো হাওয়ার মতন।

সময়সাশ্রয়ী নতুন দীগন্তের
স্বস্তি ও গতির মেট্রোরেল
পাড়াপড়শী দৌড়ে আয়
মেট্রোরেল ঐ ছুটে যায়!