শান্তা মারিয়া: প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৫, ১০:০২ পিএম
ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে আবারও যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে চীন।
ফিলিস্তিন-ইসরাইল পরিস্থিতি উন্নয়নে আন্তর্জাতিক সমাজকে ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলেছে, আন্তর্জাতিক সমাজের উচিত জরুরি ব্যবস্থা গ্রহণ করে ফিলিস্তিন ও ইসরাইলের সংঘর্ষ বন্ধের জন্য গঠনমূলক ভূমিকা পালন করা।
ওয়াং ওয়েন বিন মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বেইজিংয়ে আয়োজিত এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ মন্তব্য করেন।
তিনি বলেন, ফিলিস্তিন-ইসরাইল সংঘর্ষে, চীন সবসময় শান্তির পক্ষে, ন্যাযতার পক্ষে। চীন সবসময় সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখেছে। আন্তর্জাতিক সমাজ- বিশেষ করে বড় দেশগুলোর উচিত, ন্যায়সঙ্গত মনোভাব নিয়ে পরিস্থিতি প্রশমনের জন্য গঠনমূলক ভূমিকা পালন করা।
এরআগে চীন ও সংযুক্ত আরব আমিরাতের অনুরোধে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সোমবার বিকালে ফিলিস্তিন-ইসরাইল পরিস্থিতি নিয়ে রুদ্ধদ্বার আলোচনা অনুষ্ঠিত হয়। এতে দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়। জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি চাং চুন নিরাপত্তা পরিষদের এ মাসের পালাক্রমিক চেয়ারম্যান হিসেবে সম্মেলনে সভাপতিত্ব করেছেন।
চাং চুন সম্মেলন শেষে চাং চুন এবং জাতিসংঘে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধি যৌথ সাংবাদিক সম্মেলন আয়োজন করেন। এতে দুই প্রতিনিধি বলেন, তাঁরা গাজার হাসপাতাল, শরণার্থী শিবির, স্কুল ও জাতিসংঘের সংস্থাসহ বিভিন্ন বেসামরিক স্থাপনায় ইসরাইলের হামলার ওপর নিবিড় দৃষ্টি রাখছেন। নিরাপত্তা পরিষদের উচিত জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতির জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া।
প্রতিনিধিদ্বয় বলেন, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ‘এখনই যুদ্ধবিরতির’ আহ্বান জানিয়েছেন। তা হল মানবিক সাহায্য বাস্তবায়নের প্রয়োজনীয় শর্ত। তাঁরা বিভিন্ন পক্ষকে নিরীহ মানুষকে রক্ষা করা এবং গাজাবাসীর মৌলিক সামগ্রী ও সেবা নিশ্চিত করারও আহ্বান জানিয়েছেন।
সূত্র:চায়না মিডিয়া গ্রুপ।