NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

চীন-ফ্রান্স কৌশলগত সংলাপ


প্রেমা: প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৫, ১২:১৩ এএম

চীন-ফ্রান্স কৌশলগত সংলাপ

 

 



৩০ অক্টোবর চীনের কমিউনিস্ট পার্টি বা সিপিসি’র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বেইজিংয়ে ফরাসি প্রেসিডেন্টের বিদেশ বিষয়ক উপদেষ্টা ইমানুয়েল বোনের সঙ্গে ২৪তম চীন-ফ্রান্স কৌশলগত সংলাপে সাক্ষাৎ করেন। দু’পক্ষ চীন-ফ্রান্স, চীন-ইউরোপ সম্পর্ক এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে বন্ধুত্বপূর্ণ ও গভীর বিনিময় করেছে এবং কৌশলগত সংলাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, দু’দেশের সম্পর্ক উচ্চমানের উন্নয়ন বেগবান করতে এবং যৌথভাবে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে রাজী হয়েছে।

ওয়াং ই বলেন, দু’দেশের রাষ্ট্রীয় প্রধানের কৌশলগত নেতৃত্বে চীন-ফ্রান্স সম্পর্ক স্থিতিশীলভাবে এগিয়ে যাচ্ছে, যা অনিশ্চিত বিশ্বে মূল্যবান স্থিতিশীলতা সরবরাহ করেছে। স্বাধীন স্বতন্ত্র বড় রাষ্ট্র হিসেবে চীন ও ফ্রান্সের উচিত নিজের দায়িত্ব পালন করে, পারস্পরিক সম্মান, সহযোগিতামূলক ও উভয়ের কল্যাণ, বিনিময় ও পারস্পরিক শিক্ষা, স্থিতিশীলতা, পারস্পরিক কল্যাণ, সম্প্রসারিত ও ইতিবাচক সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্ক প্রতিষ্ঠা করা, চীন-ইউরোপ সম্পর্কের স্থিতিশীলতা এগিয়ে নেওয়া এবং আন্তর্জাতিক সমাজের ঐক্য ও অগ্রগতি বেগবান করা।

তিনি আরো বলেন, আগামী বছর চীন ও ফ্রান্সের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী। চীন ফ্রান্সের সঙ্গে ধারাবাহিকভাবে ‘মহামারী পরবর্তী যুগে’ সহযোগিতার সুপ্তশক্তিকে মুক্তি দিয়ে অব্যাহতভাবে পারস্পরিক রাজনৈতিক আস্থা সুসংহত করে, দু’দেশের সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্ক নতুন পর্যায়ে এগিয়ে নিতে চায়।

বোন বলেন, ফ্রান্স চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং বিশ্বে চীনের অবস্থান ও ভূমিকার ওপর গুরুত্ব দেয়। দেশটি চীনের অর্থনীতির প্রতি আস্থাবান এবং চীনের উন্নয়নে নিষেধাজ্ঞা দিতে চায় না।

এ ছাড়া দু’পক্ষ চীন-ইউরোপ সম্পর্ক, ইউক্রেন সংকট, ফিলিস্তিন-ইসরায়েল সংঘর্ষ, জলবায়ু পরিবর্তন ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।