এম আব্দুর রাজ্জাক প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৫, ০৩:০৯ পিএম
এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : (৩০ অক্টোবর সোমবার ) সকাল ১০:০০ ঘটিকায় বগুড়া জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সাইফুল ইসলাম বগুড়া সদর উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসাবে রাজাপুর ইউনিয়নের ডাকুর চক আশ্রয়ন প্রকল্পের ২৫৩টি ঘর পরিদর্শন করেন এবং উপকারভোগীদের সাথে মতবিনিময় করেন। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু সুফিয়ান শফিক, উপজেলা নির্বাহী অফিসার জনাব ফিরোজা পারভীন, সহকারী কমিশনার (ভূমি) - বগুড়া সদর মোহাম্মদ রায়হানুল ইসলাম, রাজাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের অন্যান্য কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় উক্ত আশ্রয়ণ প্রকল্পের বিভিন্ন সমস্যা চিহ্নিত হয় এবং তার দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়। এরপর আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দুস্থ ও অক্ষমদের মাঝে শুকনো খাবার এবং উপজেলা পরিষদের অর্থায়নে গাছের চারা সহ মসজিদের সামগ্রী বিতরণ করা হয়। সকাল ১১:১৫ ঘটিকায় জেলা প্রশাসক মহোদয় একই ইউনিয়নে নির্মাণাধীন আশ্রয়ন প্রকল্পের চতুর্থ পর্যায়ের ৩০ টি ঘরের নির্মাণ কাজ তদারকি করেন। এ সময় মান্যবর জেলা প্রশাসক মচ্চার পুকুর (সরকারি খাস পুকুর) এর দখল সাইনবোর্ড উন্মোচন করেন।
পরবর্তীতে সকাল ১১:৩০ ঘটিকায় বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করা হয়। এরপর উপজেলা পরিষদের সকল কর্মকর্তার উপস্থিতিতে বিটিভিতে জাতীয় ইমাম সম্মেলন ২০২৩ ও ষষ্ঠ পর্যায়ের ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠান উপভোগ করা হয়। দুপুর ১:৩০ ঘটিকায় সদর উপজেলা নির্বাহী অফিসারের সংস্কারকৃত অফিস কক্ষের উদ্বোধন করেন। এর পর দুপুর ১:৪০ ঘটিকায় উপজেলা পরিষদের মিলনায়তনে সদরের বিভিন্ন বিদ্যালয়ের মেয়েদের তায়কোয়ান্দো প্রশিক্ষণ কর্মসূচীর আওতায় মেয়েদের তায়কোয়ান্দো প্রদর্শনী উপভোগ করেন এবং নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তার স্বার্থে এই কর্মসূচী ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
পরবর্তীতে দুপুর ৩:০০ ঘটিকায় বগুড়া সদর উপজেলার উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন এবং সরকারি স্বার্থসংশ্লিষ্ট খাস জমি দখল মালিকানা পুনরুদ্ধারের উপর গুরুত্ব আরোপ করে দিক নির্দেশনা প্রদান করেন। সর্বশেষে দুপুর ৩:৩০ ঘটিকায় বগুড়া সদর থানা পরিদর্শন করে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য দিকনির্দেশনা প্রদান করেন।