NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

২৭ অক্টোবর নিউইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্সে মহাসমারোহে মুক্তি পাচ্ছে এ বছরের সাড়া জাগানো ছবি  "১৯৭১: সেই সব দিন"


আশরাফুল হাবিব মিহির প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৫, ০৭:০৯ এএম

২৭ অক্টোবর নিউইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্সে মহাসমারোহে মুক্তি পাচ্ছে এ বছরের সাড়া জাগানো ছবি  "১৯৭১: সেই সব দিন"


বায়োস্কোপ ফিল্মসের পরিবেশনায় আগামী ২৭ অক্টোবর নিউইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্সে মহাসমারোহে মুক্তি পাচ্ছে এ বছরের সাড়া জাগানো ছবি  "১৯৭১: সেই সব দিন"। সরকারী অনুদান নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন হৃদি হক। সিনেমাটির মূল ভাবনা হৃদি হকের বাবা বরেণ্য অভিনেতা ও নাট্যকার ড. ইনামুল হকের।জ্যামাইকা মাল্টিপ্লেক্স সিনেমায় ২৭ অক্টোবর সন্ধ্যে সাড়ে ছয়টায় অনুষ্ঠিত প্রিমিয়ার শোতে উপস্থিত থাকবেন পরিচালক হৃদি হক, আর্ট ডিরেক্টর লিটু আনাম। পরবর্তীতে ভার্জিনিয়া, লস আঞ্জেলেস, নিউ জার্সি এবং সান ফ্রান্সিস্কোতে ও তারা উপস্থিত থাকবেন। যুক্তরাষ্ট্রের প্রতিটি শহরে এই চলচ্চিত্রটি উদ্বোধন করবেন ১৯৭১ এর সেই উত্তাল দিনগুলোতে স্বজন-হারানোর একজন উত্তরসূরি।

বায়োস্কোপ ফিল্মস এর কর্ণধার রাজ হামিদ বলেন- বুধবার ২৫ অক্টোবর বুধবার নিউ ইয়র্কের লংআইল্যান্ড সিটিতে সংবাদ সন্মেলনের আয়োজন করা হয়েছে, এতে চলচ্চিত্রটির পরিচালক হৃদি হক উপস্থিত থাকবেন। তিনি আরো বলেন, বায়স্কোপ ফিল্মস এই ছবিটি উত্তর আমেরিকায় আনতে পেরে অত্যন্ত আনন্দিত এবং দায়িত্ব নিয়ে আমরা আমেরিকার আনাচে-কানাচে এই ছবিটা নিয়ে যেতে চাই।

অভিনয়শিল্পী ও নির্মাতা পরিচিতি পাওয়া হৃদির এবার চলচ্চিত্র নির্মাতা হিসেবে অভিষেক হলো। এক ঝাঁক তারকা সমৃদ্ধ এই চলচ্চিত্রটি পরিচালনার পাশাপাশি তিনি অভিনয়ও করেছেন। ১৯৭১ এর সেই দিন গুলো জীবন্ত করে তুলেছেন তার দক্ষ অভিনেতাদের সমন্বয়ে। অভিনয়ে ছিলেন- ফেরদৌস আহমেদ, সাজু খাদেম, তারীন জাহান, লিটু আনাম, আনিসুর রহমান মিলন, সজল নূর, সানজিদা প্রিতী, রাওনাক হাসান, মৌসুমী হামিদ, নাজিয়া হক অর্শা এবং আরো ছিলেন শক্তিমান অভিনেতা মামুনুর রশিদ, আবুল হায়াত, জয়ন্ত চট্টোপাধ্যায়, গীতশ্রী চৌধুরী প্রমুখ।

সিনেমার প্রচারেও একাত্তরকে ধরার চেষ্টা করা হয়েছে। সত্তর–আশির দশকে হাতে আঁকা পোস্টারের চল ছিল, এই সিনেমার জন্যও হাতে আঁকা পোস্টার তৈরী করা হয়। আপনারা সবাই পরিবার ও বন্ধু-বান্ধব সহ হলে এসে ছবিটি দেখুন। প্রতিদিন ৪টি করে শো প্রদর্শিত হবে। জ্যামাইকা মাল্টিপ্লেক্স এ অগ্রীম টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে।