NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

বিয়ানীবাজার সমিতির নির্বাচনী প্রচারণা তুঙ্গে


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৫, ০৩:১৬ পিএম

বিয়ানীবাজার সমিতির নির্বাচনী প্রচারণা তুঙ্গে



নিউইয়র্ক (ইউএনএ): বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও
সাংস্কৃতিক সমিতি ইউএসএ’র নির্বাচন আগামী ২২ অক্টোবর
রোববার। নির্বাচনী তফসিল মোতাবেক এদিন সকাল ৯টা থেকে রাত
৮টা পর্যন্ত টানা ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। বর্তমানে সমিতির
সদস্য সংখ্যা প্রায় সাড়ে ৭ হাজার। এবারের নির্বাচনে দুটি প্যানেল
‘মান্নান-অপু’ ও ‘মিসবাহ-অপু’ সরাসরি নির্বাচন করছে।
‘মান্নান-অপু’ প্যানেলে নেতৃত্ব দিচ্ছেন বর্তমান সভাপতি আব্দুল
মান্নান ও জসিম উদ্দীন জুয়েল। অপরদিকে ‘মিছবাহ-অপু’ প্যানেলে
নেতৃত্ব দিচ্ছেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মিছবাহ
আহমেদ ও রেজাউল আলম অপু। উল্লেখ্য গত নির্বাচনে ‘মিছবাহ-অপু’
প্যানেল। পরাজিত হলেও এবার পুনরায় প্রার্থী হয়েছেন। নির্বাচন ঘিরে
প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের প্রচারণা এখন তুঙ্গে। জমে উঠেছে
কমিউনিটির শক্তিশালী সামাজিক সংগঠন হিসেবে অতীতের মতো
এবারের নির্বাচন। 
নিউইয়র্ক সিটির ওজনপার্কে বিয়ানীবাজার সমিতির স্থায়ী ভবন আর
এই এলাকার অধিকাংশ প্রবাসী বিয়ানীবাজারের হওয়ায় ওজনপার্ক
এলাকা জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারায়। এই প্রচারনার ঢেউ
লক্ষ্য করা যাচ্ছে সিটির বিভিন্ন এলাকায় বিশেষ করে প্রবাসী
বিয়ানীবাজারবাসীদের বসতি এলাকা কুইন্সের জ্যামাইকা, জ্যাকসন
হাইটস আর ব্রæকলীনের পার্কচেষ্টার। দুপুর থেকে শুরু করে মধ্য রাত
পর্যন্ত চলছে এসব প্রচারণা। ইতিমধ্যেই প্যানেল দু’টির পক্ষ থেকে
একাধিক পরিচিত সভাও হয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, গতবারের তুলনায় এবার হাড্ডাহাড্ডি লড়াই
হবে। দুটি প্যানেলই শক্তিশালী। বলা হচ্ছে ‘মান্নান-জুয়েল’ প্যানেলের
প্রার্থীরা অভিজ্ঞতায় সমৃদ্ধ। বর্তমান সভাপতি আব্দুল মান্নান এই
প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন। সমিতিকে আরো এগিয়ে যাওয়াই এই
প্যানেলের লক্ষ্য।
অপরদিকে এই প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জুয়েল ইয়ং,
কমিউনিটির পরিচিত মুখ এবং বিভিন্ন সামাজিক কর্মকান্ডের
সাথে জড়িত। পাশাপাশি ‘মিসবাহ-অপু’ প্যানেলের প্রার্থীরা
অধিকাংশ নতুন মুখ নিয়ে প্যানেল দিলেও এই প্যানেলের দাবী যুক্তরাষ্ট্র
প্রবাসী বিয়ানীবাজার উপজেলার পৌরসভা সহ ১০টি ইউনিয়নের
সমাজ কর্মে পরীক্ষিত প্রতিনিধিদের নিয়ে গঠিত তাদের প্যানেল।
সভাপতি পদপ্রার্থী মিসবাহ আহমেদের কমিউনিটিতে ব্যাপক
পরিচিতি রয়েছে। তিনি একটি রাজনৈতিক দলের সিনিয়র নেতা এবং
সমিতির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। বিয়ানীবাজারবাসীদের
প্রত্যাশা পূরণ করাই তাদের মূল লক্ষ্য।
‘মান্নান-জুয়েল’ প্যানেলে অন্যান্য প্রার্থীরা হলেন: সহ সভাপতি-
নিজাম উদ্দীন, সহ সাধারণ সম্পাদক- রাজু আহমদ, কোষাধ্যক্ষ- আব্দুল
হান্নান দুখু, সাংগঠনিক সম্পাদক- আবু তৈয়ব তালহা, সাহিত্য ও
সাংস্কৃতিক সম্পাদক- অনিক রাজ, দফতর সম্পাদক- আব্দুল হামিদ,
প্রচার সম্পাদক- সামশুল ইসলাম, ক্রিড়া সম্পাদক- কিবরিয়া আহমেদ
শাহিদ, সমাজ কল্যাণ সম্পাদক- মোহাম্মদ এফ এইচ সোনার বলাই, ও
মহিলা সম্পাদিকা- ফাতেমা শীলা। কার্যকরী সদস্য পদের প্রাথীরা হলেন:
ফকরুল হক, নুর উদ্দীন, বদরুল উদ্দীন, হোসেন আহমদ, সামাদ
আহমেদ,আব্দুস খান ও আবু জাফর।
‘মিছবাহ-অপু’ প্যানেলের অন্য প্রার্থীরা হলেন: সহ সভাাপতি-
মুহিবুর রহমান রুহুল, সহ সাধারণ সম্পাদক- আব্দুল ফাত্তাহ, কোষাধ্যক্ষ-
মোহাম্মদ আবু হামিদ, সাংগঠনিক সম্পাদক- মাহমুদুল কবির রুবেল,
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক- ছিদ্দিক আহমদ, দফতর সম্পাদক-
শামসুল আলম শিপলু, প্রচার সম্পাদক- আবু রাসেল, ক্রিড়া সম্পাদক-
জামিল আহমদ, সমাজকল্যাণ সম্পাদক- ফয়েজ আহমদ ও মহিলা বিষয়ক
সম্পাদিকা- হাফসা ফেরদৌস হেলেন। কাযকরী সদস্য পদের প্রার্থীরা
হলেন: মাহবুব উদ্দীন আলম, মোহাম্মদ আমিন উদ্দীন, ইকবাল হোসেন,
রেজোয়ান আহমদ, মাসুদুর রহমান, শরীফ আহমদ ও ফরহাদ হোসাইন।