NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

ইংরেজী সাপ্তাহিক ‘দ্য নিউ জেনারেশন’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৫, ০৩:১৬ পিএম

ইংরেজী সাপ্তাহিক ‘দ্য নিউ জেনারেশন’র প্রকাশনা উৎসব  অনুষ্ঠিত

নিউইয়র্ক (ইউএনএ): নিউইয়র্কের শাহ গ্রুপ এর ব্যবসা ও
প্রকাশনার প্রতিষ্ঠানগুলোর সাথে যোগ হলো আরো একটি নতুন
প্রকাশনা ‘দ্য নিউ জেনারেশন’। নতুন প্রজন্মের মুখপত্র হিসেবে
প্রকাশিত হয়েছে পত্রিকাটি। এটি ইংরেজী সাপ্তাহিক। শাহ গ্রুপ
এর কর্নধার শাহ জে চৌধুরী’র নেতৃত্বে প্রকাশিত সাপ্তাহিকীটির
সম্পাদক তারই ছোট কন্যা সাদিয়া জে চৌধুরী। ‘দ্য নিউ
জেনারেশন’র প্রকাশনা উপলক্ষে গত মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায়
সিটির ফ্লাশিং লাগোর্ডিয়া ম্যারিয়ট হোটেলের বল রুমে এক
অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নতুন প্রকাশনা-কে স্বাগত
জানিয়ে অনেকের পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানানো হয়। 
‘দ্য নিউ জেনারেশন’র এর প্রকাশনা উৎসব অনুষ্ঠানে আমন্ত্রিত
অতিথি ছিলেন নিউইয়র্ক ষ্টেট সিনেটর জন ল্যু, হক এন্ড সন্স’র
কর্ণধার, বিশিষ্ট ব্যবসায়ী একেএম ফজলুল হক, হ্যারোল্ড জনসন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শাহ গ্রুপের কর্ণধার শাহ জে চৌধুরী।
এছাড়াও অতিথি ছাড়াও অন্যান্যের মধ্যে শুভেচছা বক্তব্য রাখেন সাপ্তাহিক
পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক আজকাল সম্পাদক,
বিশিষ্ট ব্যবসায়ী শাহ নেওয়াজ, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট রেজাউল করীম
চৌধুরী, ড. দীলিপ নাথ, ফাহাদ সোলায়মান, মোহাম্মদ আলী, এএফ
মিসবাহউজ্জামান, মইনুল ইসলাম, জাকির চৌধুরী, ফখরুল ইসলাম
দেলোয়ার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট উপ¯’াপক
আশরাফুল হাসান বুলবুল।
জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। অনুষ্ঠানে বক্তারা
‘দ্য নিউ জেনারেশন’র প্রকাশনকে স্বাগত জানিয়ে বলেন, এটি
একটি সাহসী পদক্ষেপ। নতুন প্রজন্মের পাশাপাশি সকল কমিউনিটির
দৃষ্টি কাড়বে পত্রিকাটি। পাশাপাশি মূলধারার সাথে কমিউনিটির মেল
বন্ধনেও ভূমিকা রাখবে। বক্তারা পত্রিকটির সফলতা কামনা করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে
মূলধারার রাজনীতিক সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত
ছিলেন।
সদ্য প্রকাশিত ‘দ্য নিউ জেনারেশন’ পত্রিকাটির এক্সিকিউটিভ
এডিটর হিসেবে আছেন শাহ জে চৌধুরী নিজে, মুবিন খান,
শাহ’র ছেলে সালমান জে চৌধুরী। এছাড়াও তার স্ত্রী হুসনে আরা

চৌধুরী ও বড় মেয়ে ফৌজিয়া চৌধুরী এডিটরস বোর্ডের সদস্য
হিসেবে রয়েছেন।
উল্লেখ্য, শাহ ফাউন্ডেশনের ব্যবসা ও প্রকাশনা প্রতিষ্ঠাগুলোর মধ্যে
রয়েছে- অনুস্বর পাবলিকেশনস, শাহ জে ফাউন্ডেশন, বাংলা টিভি, থার্ড
আই প্রোডাকসন, রূপসী বাংলা পত্রিকা, স্ট্রিট চিলড্রেন ফাউন্ডেশন ও
বাংলা চ্যানেল প্রভৃতি।

ছবিগুলো তুলেছেন নিহার সিদ্দিকী