NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

ফক্স এবং নিউজ কর্পের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন রুপার্ট মারডক


খবর   প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৫, ০৩:৫৪ পিএম

ফক্স এবং নিউজ কর্পের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন রুপার্ট মারডক

ফক্স কর্পোরেশন এবং নিউজ কর্পের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করছেন রুপার্ট মারডক। এরমধ্য দিয়ে তিনি তার সাত দশকেরও বেশি কর্মজীবনের সমাপ্তি ঘটালেন। এই সময়ে তিনি অস্ট্রেলিয়া থেকে মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত বিস্তৃত একটি মিডিয়া সাম্রাজ্য তৈরি করেন। এ খবর দিয়েছে আল-জাজিরা।   বৃহস্পতিবার এক বিবৃতিতে তার কোম্পানিগুলো জানিয়েছে, মারডকের ছেলে ল্যাচলান মারডক নিউজ কর্পের একমাত্র চেয়ারম্যান হবেন এবং তিনিই ফক্সের চেয়ারম্যান ও সিইও হিসেবে কাজ করবেন। ল্যাচলান মারডক এ নিয়ে বলেন, ফক্স এবং নিউজ কর্পের বোর্ড অফ ডিরেক্টরস, লিডারশিপ টিম এবং সমস্ত শেয়ারহোল্ডারদের পক্ষ থেকে আমি আমার বাবাকে তার অসাধারণ ৭০ বছরের ক্যারিয়ারের জন্য অভিনন্দন জানাই।   রুপার্ট মারডক নিজে তার কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, আগামী বছরগুলো নিয়ে আমাদের আশাবাদী হওয়ার সবগুলো কারণ রয়েছে। আমি এ নিয়ে নিশ্চিত। কিন্তু বাক স্বাধীনতা ও চিন্তার স্বাধীনতার জন্য লড়াই এর চেয়ে কঠিন কখনই ছিল না। আমার গোটা পেশাগত জীবনে আমি প্রতিদিন সংবাদ এবং নতুন নতুন আইডিয়া সৃষ্টির সঙ্গে জড়িত ছিলাম। এটি এখনও বদলাবে না। তিনি আরও বলেন, আমার কোম্পানিগুলির সদস্যরা মিলে একটি সম্প্রদায় এবং আমি সেই সম্প্রদায়ের একজন সক্রিয় সদস্য।  বিজ্ঞাপন   আমি এখনও সমালোচনামূলক দৃষ্টি নিয়ে আমাদের সম্প্রচারগুলো দেখব। আমাদের সংবাদপত্র ও ওয়েবসাইট অনেক আগ্রহের সাথে পড়ব। নতুন নতুন আইডিয়া ও পরামর্শ নিয়ে আপনাদের কাছে পৌঁছাব। রুপার্ট মারডকের জন্ম ১৯৩১ সালের ১১ই মার্চ। তিনি একজন অস্ট্রেলীয় আমেরিকান নাগরিক। যুক্তরাষ্ট্রের অনেকগুলো প্রধান গণমাধ্যমের মালিক ছাড়াও অস্ট্রেলিয়াতেও বেশ কিছু সংবাদপত্র, পত্রিকা ও টেলিভিশন চ্যানেল রয়েছে তার। বৃটেন ও যুক্তরাষ্ট্রই যদিও তার মনোযোগের কেন্দ্রে ছিল। বর্তমান বিশ্বের স্যাটেলাইট টেলিভিশন, চলচ্চিত্র, ইন্টারনেট ও অন্যান্য গণমাধ্যমের সবথেকে প্রভাবশালী ব্যক্তি মনে করা হয় তাকেই।