NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

বাংলাদেশী শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণই আমাদের প্রত্যয় --আলমগীর খান আলম


খবর   প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৫, ০৩:১৯ পিএম

বাংলাদেশী শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণই আমাদের প্রত্যয় --আলমগীর খান আলম

বাংলাদেশী শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণই আমাদের প্রত্যয় । ঐক্যবদ্ধ বাংলাদেশ কমিউনিটি গড়ার প্রত্যয় নিয়ে দুই দিনব্যাপী পঞ্চম বাংলাদেশ সম্মেলন গত ৯ এবং ১০ই সেপ্টেম্বর সন্ধ্যায় নিউইয়র্কের লাগোর্ডিয়া এয়ারপোর্ট ম্যারিয়ট হোটেলে অনুষ্ঠিত হয়। দুই দিনব্যাপী এই সম্মেলন উদ্বোধন করেন বাংলা সিডিপ্যাপ ও অ্যালেগরা হোম কেয়ারের প্রেসিডেন্ট ও বীর মুক্তিযোদ্ধা স্যার আবু জাফর মাহমুদ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন সম্মেলনের চেয়ারম্যান ও রিয়েল এস্টেট ব্যবসায়ী নুরুল আজিম, সম্মেলনের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী এমডি আব্দুর দিলীপ ও সম্মেলনের সদস্য সচিব ও শোটাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম।
উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রিয়া ডান্স একাডেমির সৌজন্যে নৃত্য পরিবেশন করেন প্রবাসী নতুন প্রজন্ম শিল্পীরা l এরপর শুরু হয় আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান l দেশ ও প্রবাসের শিল্পীরা সংগীত পরিবেশন করেন l বাউল সম্রাট পবন দাস বাউল পুরো অনুষ্ঠান মাতিয়ে রাখেন l উত্তর আমেরিকার জনপ্রিয় কন্ঠশিল্পী প্রমি তাজ , রায়হান তাজ , সেলিম ইব্রাহিম, নীলিমা শশী , চন্দ্রা রয়, শামীম সিদ্দিকী, শাহ মাহবুব, শারিন সুলতানা, বাঁধন ও আফতাব জনি l
দ্বিতীয় দিন কাব্য জলসার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় l এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে ও বাংলা একাডেমী পুরস্কার প্রাপ্ত বাংলা ভাষার অন্যতম বিশিস্ট কবি কামাল চৌধুরী l  কবিকে নিয়ে  চমৎকার কাব্য জলসা বসেছিল বাংলাদেশ রাইটার্স ক্লাব, যুক্তরাষ্ট্র। কবিতা পড়েন বদিউজ্জামান নাসিম, ফেরদৌস সালাম, শাহীন ইবনে দিলওয়ার, বেনজির শিকদার, জুলি রহমান, মোশারফ হোসেন, মিশুক সেলিম, এবিএম সালেহ উদ্দিন, শরফুদ্দিন পল, মানুনুর রাশিদ ও অনেকে। অনুষ্ঠান  উপস্থাপন করেছেন বিশিস্ট ছড়াকার মনজুর কাদের। দ্বিতীয় দিন সঙ্গীত পরিবেশন করেন উত্তর আমেরিকার জনপ্রিয় কণ্ঠশিল্পী ডঃ কামরুল ইসলাম, কামরুজ্জামান বকুল,  ক্রিনিয়া হাসান, দীপ্তি , মিতু ও কৃষ্ণা তিথি l
আমন্ত্রিত বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য দেন  ফোবানা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান গিয়াস আহমেদ,  শাহ নেওয়াজ, Fobana স্টিয়ারিং কমিটির সাবেক চেয়ারম্যান  জাকারিয়া চৌধুরী,  কমিউনিটি এক্টিভিস্ট ও মেয়র এরিক এডামস এর  দক্ষিণ এশিয়া বিষয়ক উপদেষ্টা ফাহাদ সুলেমান, সাহা  ফাউন্ডেশনের প্রেসিডেন্ট এন্ড সিও সাহা জে  চৌধুরী ও  বাংলাদেশ সম্মেলনের উপদেষ্টা আতাউর রহমান সেলিম এবং লস এঞ্জেলসের প্রিয় মুখ মমিনুল হক বাচ্চু l এদিন মঞ্চ মাতিয়ে রাখেন  ফ্রান্স থেকে আগত বাউল সম্রাট পবন দাস বাউল ও বাংলাদেশ থেকে আগত শিল্পী টিনা রাসেল, প্রতীক হাসান, সেলিম চৌধুরী ও বিন্দুকনা মঞ্চ মাতিয়ে রাখেন মধ্যরাত পর্যন্ত l
পঞ্চম বাংলাদেশ সম্মেলনের পক্ষ থেকে বিশেষ সমন্মনা প্রদান করা হয়  কমিউনিটি এক্টিভিস্ট ও মূলধারা রাজনীতিবিদ ফখরুল ইসলাম দেলোয়ার,  আত্ম মানবতা সেবায় নিবেদিত   সাহা
ফাউন্ডেশন, কমিউনিটি  অ্যাক্টিভিস্ট আতাউর রহমান সেলিম, নুরুল আজিম ,  প্রিসিলা, চৌধুরী সারোয়ার হাসান এমডি, বেলাল চৌধুরী , দুলাল বেহেদু, আব্দুর দিলীপ ও বাংলা ট্রাভেলস এর প্রেসিডেন্ট এন্ড সিইও বিলাল হোসেন l
উত্তর আমেরিকার সবার আনন্দময় উপস্থিতিতে এবারের পঞ্চম বাংলাদেশ সম্মেলন শতভাগ সফল   হয়েছে l বাংলাদেশি শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণই আমাদের প্রত্যয়। ঐক্যবদ্ধ বাংলাদেশী কমিউনিটি গড়ার প্রত্যয় নিয়ে ষষ্ঠ বাংলাদেশ সম্মেলনের ঘোষণা দিয়ে দুই দিনের এই সম্মেলনের সমাপ্তি হয় l