NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

মনে মননে ইডেন কলেজ-- আইভি রহমান


খবর   প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৫, ০৩:৫৪ পিএম

মনে মননে ইডেন  কলেজ-- আইভি রহমান

তখন আমার তুখোড় যৌবন কাল ।তখন আমার চোখের চারিপাশ জুড়ে শুধুই স্বপ্নের বসবাস। তখন আমি যেন উড়ে  উড়ে  চলি অজানা আবেশে এক মুগ্ধতার দিকে, ঠিক এই রকম একটা সময়ে আমি ভর্তি হতে পেরে গেলাম ইডেন মহিলা কলেজে। সেই কবেকারকথা। আশির দশকের কথা। আজ এই ২০২৩ সালে যখন সুদূর অস্ট্রেলিয়াতে বসে জানতে পারছি যে, আমার এই স্বপ্নের শিক্ষাবাসের সার্ধশত বার্ষিকী পালন হতে চলেছে আমার সোনার বাংলাদেশে , আমি কি অবলীলায় তখনও সেই আগের ইডেন মহিলা কলেজের সবুজ মাঠে, ওয়াসিমা আপার ইংরেজি ক্লাসে মন্ত্রমুগ্ধ ছাত্রী হয়ে বসে আছি , কি অবাক করে আমি নিজেকে খুঁজে পাই আমার সেই খুব প্রিয় ক্যান্টিনে প্রিয়  লিলি আপার নুডুলস এর বাটি হাতে নিয়ে বসে আছি। 

আমি যেন ঘুমাতেই ভুলে গেছি আজ এই লেখা লিখতে বসে আমি ভেসে চলেছি স্মৃতি আর স্বপ্নের এক জোয়ারে যেখানে মাঝে মাঝেই নিজেকে দেখছি কখনো গার্ল গাইডসের ড্রেসে আর মিলিয়ে দেখছি কখনো বন্ধু সেলিনের সাথে বা লিপির সাথে অথবা ছোট বোন ইভার সাথে কার কতটা ব্যাজ হয়েছে আর কার ওড়নাতে সেই ব্যাজ কতটা সুন্দর লাগছে। কি অসাধারণ সুন্দর ছিল সেই সব দিনগুলো। 

আমাদের সময়ে সিনিয়র আপাদের এতটাই সম্মান করতাম আর তারাও এত ভালবাসতেন তা আজকের দিনে সত্যি বিরল। সেই কবেই ছেড়েছি ইডেন কলেজ কিন্তু আজও কানাডা প্রবাসী কবি ফেরদৌস নাহার ,কথা সাহিত্যিক সালমা বাণী, লন্ডন প্রবাসীসাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মী পারভীন সুলতানার সাথে মিষ্টি সেই ভালবাসার সম্পর্কে এত টুকুও ফাটল পড়েনি। প্রতিনিয়তই কথা হয় , দেখাও হয় আমাদের আর দেখা হওয়া মানেই স্মৃতির আয়নায় ঝুঁকে বসে থাকা।কলেজে পড়বার সেই সময় খুব অবাক হয়ে দেখতাম আমাদের খুব প্রিয় প্রয়াত আইভি রহমান আপা আসতেন ইডেন কলেজে আর সবুজ ঘাসের চাদরে বসে সবার সাথে কথা বলতেন। দিক নির্দেশনা দিতেন আমাদের রাজনৈতিক শিক্ষার আলো দিতেন। ভুলতে পারিনা আইভি আপার সুন্দর সহজ ব্যাবহার, কতবারযে  আপার সাথে কথা হয়েছে আর কতবার তাঁর আদর পেয়েছি আজ মনে করতেই চোখের চারিপাশ ঝাপসা হয়ে আসে। আপা ২১ অগাস্টের ঘৃণ্য গ্রেনেড হামলায় যখন আমাদের ছেড়ে চলে গেছিলেন আমি এই ক্যানবেরায় বসে অনেক কেঁদেছিলাম। আল্লাহ আপাকে জান্নাতবাসী করুন। 

কতটা সময় পেরিয়েছে তা টের পাই যখন দেখি আমার অনুজ সহিফা বানু ইভা এই ইডেন মহিলা কলেজের একজন শিক্ষক আর সে অবসর নিচ্ছে সামনের মাসেই। 

আমাদের পরিবারের গর্ব আমাদের বোন ইভা যে সম্মানের সাথেই তার শিক্ষকতা জীবনের সমাপ্তি টানতে  যাচ্ছে এই ইডেন কলেজ থেকে যেখানে একদিন সে নিজেই পড়েছে। 

আমাদের এই ইডেন মহিলাকলেজের জন্ম বা  স্থাপনাহয়েছিল সেই ১৮৭৩ সালে  ঢাকার ফরাসগঞ্জ এলাকায় আর ১৮৭৮ সালে তৎকালীন বাংলার ডেপুটি গভর্নর ‘আস্যলি ইডেনের’ নামেই এই কলেজের নামাকরন করা হয়েছিল। 

বর্তমানের ইডেন কলেজ যেখানে অবস্থিত তা সম্পন্ন হয়েছে ১৯৬৩ সালে। ভাবা যায় আমাদের ঐতিহ্য কত পুরানো আর সমৃদ্ধ। আমি যখন এই কলেজ থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তখনও এই ইডেন কলেজ ছিল ইডেন মহিলা কলেজ নামে পরিচিত আর শুধু মাত্র উচ্চ মাধ্যমিক এবং স্নাতক পর্যায়ের অধ্যায়নেই সীমাবদ্ধ ছিল এর পরিসর। 

কিন্তু ২০১৬ সালে এই গর্বের শিক্ষা প্রতিষ্ঠানকে ঢাকা বিশ্ববিদ্যালয় ইডেন কলেজ কে তাদের সাথে আফিলিয়েটেড করে নিল তখন থেকে এটা কলেজের সীমা পেরিয়ে পৌঁছে গেল বিশ্ববিদ্যালয়ের সম্মানে । সর্ব প্রথম যে ইডেন স্কুল ছিল তারপর ইডেন কলেজ আর বর্তমানে ইডেন মহিলা কলেজ এবং বর্তমান ছাত্র সংখ্যা ৭০০০ এর অধিক আর বিশাল এক পরিসর যেখানে উচ্চ মাধ্যমিক থেকে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা ব্যাবস্থা এবং বিস্তারিত হয়েছে এর বিষয় ভিত্তিকঅধ্যয়নের সীমানাও। 

এত কথা মনে আসছে গভীর ভালবাসা আর মুগ্ধতায় কারন এই কলেজেই পড়েছেন আমাদের যৌবন কালের নায়ক  অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদেদ্দার ।

গর্বে বুক ভরে যায় আমাদের জাতির জনকের সুযোগ্য কন্যা আমাদের দেশরত্ন  আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই কলেজের প্রাক্তন ছাত্রী। 

প্রাক্তন ছাত্রদের তালিকায় কত কত বিখ্যাত নাম যে আছে তা ভাবলেই খুশীর নহর বয়ে যায় বুকের গোপন হ্রদে। এই তালিকায় আছেন রাজনীতিবিদ মতিয়া চৌধুরী , আমেনা বেগম, আছেন প্রিয় অভিনেত্রী ফেরদৌসি মজুমদার , দিলারা জামান প্রমুখগণ । 

আমরা যারা দেশের মাটি থেকে বহুদুরে থাকি তাদের কাছে দেশ মানেই এক প্রগাঢ় ভালবাসার নাম যার নামে গর্বে উন্নত আমাদের সকল কাজ এবং পরিচয়। 

আজ বাংলাদেশ মানেই ক্রিকেট, গার্মেন্টস, পদ্মা সেতু, মেট্রো রেল , আজ বাংলাদেশ মানেই সামাজিক এবং সার্বিক উন্নয়নের সব অদেখা স্বপ্নকে নিজের চোখে দেখতে পাওয়া । 

আজ বাংলাদেশ মানেই জাতির জনকের স্বপ্নের বাংলাদেশের হাসিমুখ। আর এই সব সম্ভব করেছেন আমাদের ইডেন মহিলা কলেজের প্রাক্তন ছাত্র যিনি বর্তমানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

ইডেন কলেজ মানেই আমার আম্মা সৈয়দা শাহরে বানুর মুখ, কারণ আমার মায়ের পাঁচটা মেয়ে এই ইডেন কলেজ থেকেই পাশ করে বেরিয়েছে। আমার জানা নেই আমাদের মত আর কোন একক পরিবারের পাঁচ জন মেয়ে এই ইডেন কলেজ থেকে পাশ করে বেরিয়েছে কিনা। ইডেন কলেজ মানেই আমার মায়ের মুখ যিনি একজন রত্নগর্ভা । ইডেন কলেজ হয়ত এটা ভেবে দেখবে আমার আম্মা কে এই রত্নগর্ভা ভূষণে ভূষিত করতে। এতে তাদের ও সম্মান বেড়েই যাবে কমবে না। 

বাংলাদেশ মানেই ঢাকা বিশ্ববিদ্যালয় । 

বাংলাদেশ মানেই বুকের ভেতরের ইডেন মহিলাকলেজ। যার শিক্ষায় আজ এই দুরদেশে স্বসম্মানে প্রতিষ্ঠিত। 

অন্তর থেকে শুভ কামনা আমাদের ঈদেন কলেজের জন্য। আরও উচ্চতায় পৌঁছাক আমাদের এই আলোর বাতিঘর আর আমরা পাই আর ও অনেক অনেক আলোকিত এবং সত্যিকারের শিক্ষিত মানুষ ।

 

আইভি রহমান

কবি, কথা সাহিত্যিক, আইনজীবী ।

ক্যানবেরা। অস্ট্রেলিয়া ।

২৭ অগাস্ট ২০২৩