মোহাম্মদ আবদুল্লাহ প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৫, ০৩:৪৭ পিএম
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী হাইস্কুল মাঠে ১৬ দলের অংশগ্রহণে নকআউটভিত্তিক 'উথলী ফুটবল টুর্নামেন্ট-২০২৩' এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উথলী যুবসমাজের আয়োজনে বুধবার বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান। টু্র্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহাম্মদ প্রদীপের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উথলী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল মান্নান পিল্টু, উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি সালাউদ্দীন কাজল, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জি এ জাহিদুল ইসলাম, উথলী প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিল্টু, উথলী ইউপির ৪নং ওয়ার্ড সদস্য জাহাঙ্গীর আলম, উথলী ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান লুতু, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম কলম, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন,
৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আহসান হেলা, সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সাংবাদিক মহিবুল ইসলাম মুকুল, মুতাছিন বিল্লাহ, রিপন হোসেন, এ আর ডাবলু, রাসেল হোসেন মুন্না, এম.এইচ.সম্রাট, উথলী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক লিমন ফেরদৌস লিয়ন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মনিরুল ইসলাম মনিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনী ম্যাচে জীবননগরের কাটাপোল ফুটবল একাদশ দামুড়হুদার চিৎলা-গোবিন্দহুদা ফুটবল একাদশকে ৩-০ গোলে পরাজিত করেন। ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন আব্দুস সবুর। সহকারী রেফারি ছিলেন রবিউল ইসলাম ও ইকরামুল হাসান নিপুণ। শত শত দর্শক মাঠে উপস্থিত হয়ে খেলাটি উপভোগ করেন এবং এমন একটি বড় টুর্নামেন্ট আয়োজন করার জন্য আয়োজক কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। খেলা শেষে কাটাপোল ফুটবল একাদশের খেলোয়াড় ইকরামুলের হাতে রাবা ফাউন্ডেশন অ্যান্ড গ্রন্থাগারের সৌজন্যে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার হিসেবে ক্রেস্ট তুলে দেওয়া হয়।