NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

১৫ই আগস্ট, শোক দিবস স্মরণে   জমাট ব্যাথা - জাকিয়া রহমান


খবর   প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৫, ১১:৩২ পিএম

১৫ই আগস্ট, শোক দিবস স্মরণে    জমাট ব্যাথা  - জাকিয়া রহমান


 

১৫ই আগস্ট, শোক দিবস স্মরণে  

জমাট ব্যাথা

- জাকিয়া রহমান 

 

আজ শোক দিবস! 

শুধু একদিনেই কি আমাদের শোক দিবস!  

প্রতিটি দিন এ শোকের কথা মন করে,  

আমার আত্নায় মিশে যায় এক তরঙ্গ বিবশ।  

মিশে যা আছে আমাদের সবার অন্তরের জমাট ব্যাথায়,

চিৎকার করে বলি তারস্বরে এ অন্যায়! অমার্জনীয় অন্যায়!  

শ্রাবন ধারার হৃদয় ফেটে অশ্রু নয় রক্ত ঝরে নিলীন  

এক রক্ত সাগরে, যা হয়নি হবে না কোনদিন বিলীন।  

যে রক্ত মিশেছে বাংলার বুকে আজও শুকাইনি,  

বাংলার মায়ের ক্রন্দনে এখনও করে আর্তনাদ তা কি শোননি?    

তার প্রাণহীন দেহ থেকে ঝরে পরা রক্ত বারংবার 

মনে যে কষ্ট জাগায়, শব্দের জঙ্গলে তা কেঁদে হয় একাকার। 

কলমে ঝরা শব্দরাশি নয়নের অশ্রুতে মুছে দিয়ে চায়,  

তাঁর বুক থেকে ঝরা রক্ত এনেছিল যে ধিক্কার বাংলায়।   

মনে গাঁথা, মুখ থুবড়ে পরে থাকা প্রাণহীন প্রিয় বঙ্গবন্ধু বাংলার!    

কোনদিন বুঝি ঘুচবে না বিষাদ হবে না শেষ অশ্রুধারার  

বর্ষণ, পারেনি মুছে দিতে তাঁর বুক থেকে ঝরা রক্ত। 

এই কষ্ট থাকবে চিরদিন যতদিন থাকবে বাঙালির জাতিত্ব। 

শান্তির গেহে ডুবে ছিল রক্তে তাঁর কত প্রিয়জনের লাশ, 

এ ছিল একঝাঁক রক্তলোলুপ লোভী খুনীদের নিষ্ঠুর অভিলাষ!