NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

চীন ও আফ্রিকা পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন করে চলেছে


রুবি: প্রকাশিত:  ২৯ এপ্রিল, ২০২৫, ০৩:৪৪ এএম

চীন ও আফ্রিকা পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন করে চলেছে

 

১৪ আগস্ট চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) ও আফ্রিকান ব্রডকাস্টিং ইউনিয়ন (এইউবি)-র যৌথ উদ্যোগে কেনিয়ার রাজধানী নাইরোবিতে অনুষ্ঠিত হয় ‘আফ্রিকার অংশীদার’ শীর্ষক মিডিয়া সহযোগিতা ফোরাম। এর মূল প্রতিপাদ্য ছিল: ‘সভ্যতার বিনিময় এবং হাতে হাত রেখে অভিন্ন ভবিষ্যতের লক্ষ্যে’। চীনের সম্প্রচার উপমন্ত্রী এবং সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী হু হ্য পিং ফোরামে উপস্থিত ছিলেন।

চীনের সম্প্রচার উপমন্ত্রী ও সিএমজির মহাপরিচালক শেন হাই সিয়োং চীনের সম্প্রচার উপমন্ত্রী ও সিএমজির মহাপরিচালক শেন হাই সিয়োং ভিডিও লিঙ্কের মাধ্যমে ফোরামে ভাষণ দেন। আফ্রিকান ব্রডকাস্টিং ইউনিয়নের সিইও গ্রেগর জাকা, কেনিয়ায় চীনা রাষ্ট্রদূত চৌ পিং চিয়াং, এবং কেনিয়া, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়াসহ ২৭টি আফ্রিকান দেশের শতাধিক মিডিয়া-কর্মকর্তা, বিশেষজ্ঞ পণ্ডিত এবং চীন ও আফ্রিকার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অনলাইন ও অফলাইনে এই ফোরামে অংশ নেন। 

ফোরামে হু হ্য পিং বলেন, ২০১৩ সালের মার্চ মাসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আফ্রিকা সফরের সময় প্রথমবারের মতো ‘চীন-আফ্রিকা অভিন্ন কল্যাণের সমাজ’ টার্মটি ব্যবহার করেন। এর পর থেকে গত দশ বছরে চীন ও আফ্রিকা পারস্পরিক আন্তরিকতা ও বন্ধুত্ব, সমতা ও কল্যাণ, এবং সহযোগিতার ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের ধারা বজায় রেখে চলেছে। নতুন যুগে চীন ও আফ্রিকার লক্ষ্য আরও পরিষ্কার এবং পথ আরও নিশ্চিত হয়েছে। চলতি বছরের মার্চ মাসে ‘বিশ্ব উন্নয়ন উদ্যোগ’ ও ‘বিশ্ব নিরাপত্তা উদ্যোগ’-এর পর সি চিন পিং প্রথমবারের মতো ‘বিশ্ব সভ্যতা উদ্যোগ’ উত্থাপন করেন। এ উদ্যোগে বিশ্ব সভ্যতার বৈচিত্র্যকে সম্মান করা, মানবজাতির অভিন্ন মূল্যবোধ ছড়িয়ে দেওয়া, এবং বিভিন্ন সভ্যতা সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়। তিনি আন্তর্জাতিক সাংস্কৃতিক আদান-প্রদান ও সহযোগিতা জোরদার এবং বিশ্ব সভ্যতা সংলাপ ও সহযোগিতার নেটওয়ার্ক গঠনের ওপরও জোর দেন। 

চীন ও আফ্রিকার মিডিয়াগুলো হাতে হাত রেখে ও সাংস্কৃতিক আদান-প্রদানের সেতু গঠন করে, সহযোগিতামূলক আন্তর্জাতিক মিডিয়া-পরিবেশ সৃষ্টি করবে এবং চীন-আফ্রিকা টেকসই উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাবে বলে হু হ্য পিং আশা করেন। 
ভিডিও-ভাষণে শেন হাই সিয়োং বলেন, চলতি বছর চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ‘আফ্রিকার প্রতি আন্তরিকতা ও প্রকৃত বন্ধুত্বের চেতনা’ এবং সঠিক ধার্মিকতা ও কল্যাণকর ন্যায়পরায়ণতার দৃষ্টিভঙ্গি উত্থাপনের দশম বার্ষিকী। আমাদের উচিত, চীন ও আফ্রিকার যৌথ সমৃদ্ধি ও উন্নয়নের জন্য কাজ করা এবং মানবজাতির সভ্যতার আধুনিকায়নের সাফল্য প্রচার করা। 

তিনি আরও বলেন, সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপ ও দক্ষিণ আফ্রিকাসহ বিভিন্ন দেশের মিডিয়া ধারাবাহিক অনুষ্ঠানের আয়োজন করে, যা চীন ও আফ্রিকার দর্শক-জগতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। চায়না মিডিয়া গ্রুপ আফ্রিকান অংশীদারদের সঙ্গে হাতে হাত রেখে, দু’পক্ষের সমৃদ্ধি ও উন্নয়নের জন্য কাজ করতে এবং চীন ও আফ্রিকার সভ্যতার উজ্জ্বল ও অসাধারণ আকর্ষণ প্রচার করতে চায়, যাতে নতুন যুগে চীন-আফ্রিকা অভিন্ন কল্যাণের সমাজ গঠনের জন্য অবদান রাখা যায়। 

আফ্রিকান ব্রডকাস্টিং ইউনিয়নের সিইও গ্রেগর জাকা ফোরামে বলেন, চীনের ৫০০০ বছরের সভ্যতার ইতিহাসে সমৃদ্ধ ও প্রাণবন্ত সংস্কৃতির সৃষ্টি হয়েছে, যা চীনা জাতির আধুনিক সভ্যতার ভিত্তিস্বরূপ। আমরা চায়না মিডিয়া প্রুপের সঙ্গে যৌথভাবে  ভূমিকা পালন করে, চীন ও আফ্রিকার জনগণের পারস্পরিক জানাশোনা ও বোঝাপড়া বাড়াতে আগ্রহী।

ফোরামশেষে একটি যৌথ বিবৃতি প্রকাশিত হয়। যৌথ বিবৃতিতে মিডিয়া খাতে সহযোগিতা গভীরতর করা, চীন ও আফ্রিকার গল্প বলার পাশাপাশি সংহতি ও সমন্বয় জোরদার করা, সমতা ও ন্যায্যতা রক্ষা করার ওপর বিশেষভাবে জোর দেওয়া হয়। সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।