NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

শ্রাবণের ধারা  - জাকিয়া রহমান


খবর   প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৫, ০৭:০৯ এএম

শ্রাবণের ধারা   - জাকিয়া রহমান


২২শে শ্রাবণ স্মরণে- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রায়াণ দিবসের নিবেদন।

কবি গুরুর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন   

 

 

 

 

 

 

 

 

 

শ্রাবণধারা ঝরে কি আজ অশ্রু মাখি?  

সাধি গান তোমার সুরের, ভরে মন-আঁখি     

মনের বীণার তারে যে পীযূষ মাধুরী, 

তুমি সঁপেছো মোদের মন প্রাণ উজাড়ি     

 

শ্রাবণ আনে হর্ষ কি সুখ গানের তিথি!   

মনভোলানো শব্দের মালা গাঁথি, গাঁথি,     

এ মন যে অন্তর্দৃষ্টির মায়ায় জড়ালে, 

কাব্য আর রাগিনীর মায়া ইন্দ্রজালে   

 

কি মহিমা লেখনীর সুবর্ণধারায়, 

জেনেছি ধরণীকে সে শব্দমালায়,   

আর প্রেম বন্দনার অনুভবে প্রেরণা,   

তা ব্যাকুল প্রাণে আলোকিত চেতনা   

 

প্রকৃতির কোলে অনন্ত কালের কাব্য,   

প্রাণ উচ্ছলি ভাবনা রসনার ভবিতব্য   

জেনেছি গুরু নদি তীরে- কাশ, কেয়াবন  

আর কদমের সুগন্ধ উল্লাসের আলিঙ্গন। 

 

রচেছো তুমি অন্তরের ভাষায় ছন্দে ছন্দে, 

শতাব্দীর প্রলাপে সে কাব্য মৃত নয় খন্দে

শতোর্ধ বরষ পরেও তোমার কাব্য পড়ি,

লিখি তোমায় নিয়ে বড় কৌতুহল ভরি