খবর প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৫, ০৪:৩০ পিএম
বরের উচ্চতা তিন ফুট। কনে তার থেকে একফুট লম্বা। উচ্চতা চার ফুট। আর এই বামন দম্পতির বিয়ে নিয়ে ভারতের পূবের রাজ্য বিহার সরগরম। বিহারের মাধউ গ্রামের ছেলে রোহিত। তিনফুটের পর আর উচ্চতা বাড়েনি। কিন্তু বয়স বেড়েছে। বাড়িতে খাওয়া পরার অভাব নেই। সম্পন্ন চাষী সতীন্দর সিং এর একটিই চিন্তা ছেলেকে পাত্রস্থ করা। খোঁজ খোঁজ, কিন্তু বামন পাত্রকে বিয়ে করবে কে? মাথার ঘাম এক করেও রোহিতের বাবা সুরাহা করতে পারলেন না। এমন সময় খবর পেলেন নেহার। বিজ্ঞাপন মধুবনী গ্রামের মেয়ে নেহা। যৌবনবতী - কিন্তু উচ্চতা মাত্র চার ফুট। নিজের তিন ফুট ছেলের জন্যে এর থেকে ভালো পাত্রী আর কী হতে পারে! প্রস্তাব গেল নেহার পরিবারে। তারা তো হাতে চাঁদ পেল। চার ফুটের মেয়ের জন্যে এর থেকে ভালো সম্মন্ধ আর কী হতে পারে। বর কনের থেকে এক ফুট কম। তাতে কী! সোনার আংটি আবার বাঁকা! চট মাংনি পট বিয়া- হতে দেরি হলো না। ছাপড়ায় বসেছিল অভিনব এই বিয়ের আসর। আমন্ত্রিতদের জন্য ছিল ভুরি ভোজের আয়োজন। না, পাঁঠা কিংবা মুরগিগুলো বামন ছিলো না!