NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

তোমার কাছে আমার একটি চাওয়া ---আবিদ রহমান


খবর   প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৫, ০৩:৪৯ পিএম

তোমার কাছে আমার একটি চাওয়া ---আবিদ রহমান

তোমার কাছে আমার একটি চাওয়া

সকালের এক কাপ চা।

তোমার কাছে আমার একটি চাওয়া

সকালের সূর্য্য উঠা দেখা।

তোমার কাছে আমার একটি চাওয়া

মেঘের আড়ালে লুকিয়ে তোমাকে দেখা।

তোমার কাছে আমার একটি চাওয়া

মখমল আবৃত কিন্নরী অবয়বের অলিতে গলিতে

সরিসৃপের ন্যায় আঙুলের আলতো বিচরণ।

তোমার কাছে আমার একটি চাওয়া

গোলাপের গালে মৃদুমন্দ বাতাসের সুরসুরি খেলা।

তোমার কাছে আমার একটি চাওয়া

জোৎসনার রাতে জোনাকির আলোয় তোমাকে দেখা।

তোমার কাছে আমার একটি চাওয়া

রাতের আকেশে তারার চাদরে

ভালোবাসার গোপন প্রকোষ্ঠে

তন্দ্রাচছন্ন মোহময় পরিভ্রমণ ।

সকাল শুভ হলে জানাবো অভিবাদন ।