NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

আজ না‌সির আলী  মামু‌নের ৭০ তম জন্ম‌দিন


খবর   প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৫, ০৩:৩৬ পিএম

আজ না‌সির আলী  মামু‌নের ৭০ তম জন্ম‌দিন


 

মাসুক হেলাল : সত্তুর দশ‌কের শে‌ষের‌ দি‌কে  না‌সির আলী মামু‌নের স‌ঙ্গে প‌রিচয়। দেখা হ‌তো বি‌ভিন্ন প‌ত্রিকা অ‌ফি‌সে। দে‌শের  শিল্প সা‌হি‌ত্যের গু‌নী মানু‌ষদের  পো‌ট্রেট  তু‌লে রাখা এবং লি‌খে সে সব গু‌নী জন‌দের দে‌শের মানু‌ষের স‌ঙ্গে প‌রিচয় ক‌রি‌য়ে দেয়া, এ ক‌রেই  কা‌টি‌য়ে দি‌য়ে‌ছেন  প্রায় পঁতা‌ল্লিশ বছর।
 আমরা কি বুঝ‌তে পে‌রে‌ছি যে না‌সির আলী মামুন কত বড় কাজ ক‌রেছে বা ক‌রে  যা‌চ্ছে আমা‌দের শিল্প সা‌হি‌ত্যের জন‌্য ।

না‌সির  আলী মামু‌নের শুরু‌তে নি‌জের কোন ক‌্যা‌মেরা ছিল না, ধার করা ক‌্যা‌মেরায়  ক‌বি নজরুল বঙ্গবন্ধু  ,ক‌বি জ‌সিম উদ্দিন, জয়নু‌ল আ‌বেদীন‌দের ম‌তো গুরুত্বপূর্ণ মানু‌ষের ছ‌বি তু‌লে রে‌খে‌ছেন।  যা এখন  আমা‌দের সম্পদ ।
কত গ‌ু‌নী মানু‌ষের  স‌ঙ্গে আমা‌দের  মামুন প‌রিচয় ক‌রি‌য়ে দি‌য়ে‌ছে ।
আ‌শি দশ‌কের মাঝামা‌ঝি সময় আ‌মি সাপ্তা‌হিক বি‌চিত্রার আ‌টিষ্ট। বি‌চিত্রা অ‌ফি‌সে  মামুন  শিল্পী সুলতানকে নি‌য়ে এ‌সে‌ছিলেন  সম্পাদক শাহাদাত চৌধুরী স‌ঙ্গে প‌রিচয় ক‌রি‌য়ে দি‌তে। শাহাদাত ভাই‌য়ের  রু‌মে গি‌য়ে ব‌লি শাহাদাত ভাই ,` শিল্পী সুলতানকে‌ নি‌য়ে এ‌সে‌ছে না‌সির আলী মামুন  আপনার স‌ঙ্গে দেখা করতে।`  শাহাদাত ভাই কিছু বলার আ‌গে এক সি‌নিয়ার আ‌টিষ্ট  ব‌লে‌ছি‌লেন ," তোমারা এই সব ভঙ্গ চঙ্গ  কোথা থে‌কে ধ‌রে  নি‌য়ে আস ।" 
 বের‌ি‌য়ে দে‌খি সুলতান ভাই বি‌চিত্রা অ‌ফি‌সের বারান্দায় রাখা মা‌টির কলস থে‌কে প্রা‌স্টি‌কের গ্লাস দি‌য়ে পা‌নি  ঢেলে খা‌ছে। গা‌য়ে কা‌লো আল‌ খেল্লা।‌ নিবিকার কোন কিছু তা‌কে  পর্স্শ কর‌ছেনা পেছ‌নে হাত পে‌ছি‌য়ে দা‌ড়ি‌য়ে আ‌ছেন।
 অ‌নেক অপমান অব‌হেলার মধ‌্য দি‌য়ে যে‌তে হ‌য়ে‌ছে ।

প‌রে বছরই  ঈদ সংখ‌্যা বি‌চিত্রায় ছাপা হয় সুলতান‌কে নি‌য়ে‌ লেখা  হাসনাত আব্দুল হাই‌ -এর উপন‌্যাস সুলতান। উপন‌্যা‌সের  ইলা‌ট্রেশন ক‌রে‌ছিলাম আ‌মি ।

 দে‌খে‌ছি কি নিষ্ঠায় মামুন তা‌দের  সম্মান দি‌য়ে ছ‌বি‌ তো‌লে ।
 তার পো‌ট্রেট- এর  আ‌লো ছায়া, এ‌ঙ্গেল  ,ক‌ম্পো‌জিশন দে‌খে শি‌খে‌ছি ।

মামুন যা‌দের  নি‌য়ে লি‌খে‌ছে,  সেব সব ছ‌বি নি‌য়ে দেশ বি‌দে‌শে চ‌ল্লিশ‌টির ও অ‌ধিক প্রদর্শনী ক‌রে‌ছে ,
 বই লি‌খে‌ ।
আ‌মি এ পযর্ন্ত  যতগু‌লি পো‌ট্রেট এঁ‌কে‌ছি  তার বেশীর ভাগ  ছ‌বিই মামু‌নের তোলা। কোন  দিন এ  নি‌য়ে কােন  প্রশ্নই ক‌রেনী। খুব বিনয়ী মামুন , খুব নিচু স্ব‌রে কথা ব‌লেন।
একবার মামুন ছফা ভাই‌য়ের ছ‌বি তু‌লে এ‌সে‌ ব‌লে ,"দোস্ত  ছফা  ভাই‌য়ে শরীর থে‌কে সা‌পের ম‌তো  চামরা উ‌ঠ‌ছে,ছবি প্রিন্ট কর‌লে দেখিস !"
 ছফা ভাই‌য়ের  ছ‌বি দেখ‌লে কথাটা ম‌নে প‌ড়ে ।

আজ না‌সির আলী মামু‌নে সত্তুর তম জন্ম‌দিন।


এ দি‌নে তাকে শু‌ভেচ্ছা জানা‌চ্ছি ।
 মাথা নত ক‌র‌ে  শ্রদ্ধা জানাই ।

 

নাসির আলী মামুনের পোট্রেট একেছেন শিল্পী মাসুক হেলাল !