NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

ছোট আখিড়া গ্রামে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা  ও লাঠি খেলা এবং পাতা খেলা মেলা অনুষ্টিত হয়েছে


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৫, ০৭:৩০ পিএম

ছোট আখিড়া গ্রামে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা  ও লাঠি খেলা এবং পাতা খেলা মেলা অনুষ্টিত হয়েছে

এম আব্দুর রাজ্জাক, (ছোট আখিড়া) বগুড়া থেকে : বগুড়া জেলার  আদমদিঘী উপজেলার ০১ নং ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ছোট আখিড়া গ্রামে ১ লা জুলাই ২০২৩ ইং রোজ শনিবার বিকেলে,  প্রতি বছরের ন‍্যায় এবারেও অনুষ্টিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং লাঠি খেলা ও পাতা খেলার মেলার অনুষ্টিত হয়েছে। আজ ছোট আখিড়া গ্রামে  এ মেলার আয়োজন করে ছোট আখিড়া গ্রামের ন্যাশনাল ক্লাব এবং  উদ্বোধনের সময় শান্তির দূত পায়রা কবুতর উড়িয়ে মেলার শুভ উদ্বোধন  ঘোষণা করেন মাননীয় চেয়ারম্যান আব্দুল হক (আবু)।এ মেলায় সরেজমিনে গিয়ে দেখা গিয়েছে যে, ঈদের একদিকে আনন্দ , আবার মেলার আনন্দ  সব মিলে দুই  আনন্দ কে ঘিরে বড় আকারে মেলা ধুমধামের সহিত অনুষ্টিত হয়। ছোট আখিড়া গ্রামের ঘরে ঘরে জামাই - মেয়ে ও আত্মীয় স্বজন কে নিয়ে আনন্দ  উপভোগ করেন। আজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কা হয় এবং গ্রামীণ ঐতিহ্যবাহী লাঠি খেলা  ও পাতা টানা খেলার আয়োজন করা হয়। এ সময়  হাজার হাজার ক্রীড়া ভক্তরা মনোযোগ সহকারে উপভোগ করেন।এ অনুষ্ঠানে  প্রধান  অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন ছোট আখিড়া গ্রামের কৃতি সন্তান, বাংলাদেশ আওয়ামী লীগ  আদমদিঘী উপজেলা শাখার সহ- সভাপতি  এবং  ০১ নং ছাতিয়ানগ্রাম ইউ পি চেয়ারম্যান জনাব আব্দুল হক আবু।এছাড়াও  আরও  উপস্থিত ছিলেন ছাতিয়ানগ্রাম ইউ পি সদস্য  আলী মর্তুজা কিনা, আদমদিঘী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সমিনুল  ইসলাম সুমুন, উপজেলা  যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক  সাইফুল্লাহ আল মেহেদী বাধন, ছাত্র লীগের তনু, ছাতিয়াগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাহেদুল ইসলাম নাহিদ,  উপজেলা সেচ্ছাসেবক লীগের সদস্য  সোহেল রানা, মুক্তার হোসেন, কাজল রহমান, সাংবাদিক বৃন্দ সহ এলাকার বিভিন্ন গন‍্যমান‍্য বাক্তিবর্গ।